Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ১৭, ২০২৪

অভিষেক টেস্টের প্রথম বলেই স্মিথকে আউট করে নজির শামার জোসেফের

আরম্ভ ওয়েব ডেস্ক
অভিষেক টেস্টের প্রথম বলেই স্মিথকে আউট করে নজির শামার জোসেফের

এক অর্থে দুজনের কাছেই অভিষেক ম্যাচ। একজনের কাছে ওপেনার হিসেবে টেস্ট অভিষেক। আর একজনের জীবনের প্রথম টেস্ট। শেষ পর্যন্ত বাজিমাত করে গেলেন শামার জোসেফ। অভিষেক টেস্টের প্রথম বলেই স্টিভ স্মিথকে সাজঘরের রাস্তা দেখিয়ে নজির গড়লেন এই ক্যারিবিয়ান জোরে বোলার। টেস্ট ক্রিকেটে ২৩তম বোলার হিসেবে অভিষেক ম্যাচে প্রথম বলেই উইকেট পেলেন শামার জোসেফ।
অনভিজ্ঞ দল নিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে গেছে ওয়েস্ট ইন্ডিজ। দুরন্ত ছন্দে থাকা অসি বোলারদের সামলানো ক্যারিবিয়ানদের কাছে যে কঠিন হবে, এটা প্রত্যাশিতই ছিল। জস হ্যাজেলউড ও প্যাট কামিন্সের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি ক্যারেবিয়ান ব্যাটাররা। তেজনারায়ন চন্দ্রপালকে (‌৬)‌ তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ধাক্কা দেন কামিন্স। এরপর ফেরান ক্রেগ ব্রাথওয়েটকে (‌১৩)‌। অলিক অ্যাথানেজকে (‌১৩)‌ তুলে নেন জস হ্যাজেলউড।
একের পর এক উইকেট হারালেও ক্রিজ আঁকড়ে ছিলেন কার্ক ম্যাকেঞ্জি। তিনি ৫০ রান করে হ্যাজেলউডের শিকার হন। একসময় ১৩৩ রানে ৯ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে কেমার রোচ ও শামার জোসেফের জুটি অস্ট্রেলিয়াকে ১৮৮ রানে পৌঁছে দেয়। দশম উইকেটের জুটিতে দুজনে তোলেন ৫৫। ৩৬ রান করেন জোসেফ। ১৭ রানে অপরাজিত থাকেন রোচ। হ্যাজেলউড ও কামিন্স ৪টি করে উইকেট নেন।
ব্যাট করতে নেমে ২৫ রানের মাথায় প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। নবম ওভারে নিজের টেস্ট ক্রিকেটের প্রথম বলেই স্টিভ স্মিথকে (‌১২)‌ ফেরান শামার জোসেফ। ওপেনার হিসেবে এটাই ছিল স্মিথের প্রথম ম্যাচ। এরপর লাবুশেনকেও (‌১০)‌ তুলে নেন জোসেপ। দিনের শেষে অস্ট্রেলিয়া ৫৯/‌২। ক্রিজে রয়েছেন খোয়াজা (‌৩০)‌ ও গ্রিন (‌৬)‌।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!