- এই মুহূর্তে বি। দে । শ
- জুন ২৭, ২০২৪
ইরানে ভোটের একদিন আগেই নাম প্রত্যাহার হাশেমি, জাকানির। রাষ্ট্রপতি নির্বাচনে কট্টরপন্থীদের সঙ্গে জোড় টক্কর শল্যবিদ মাসুদের

আর মাত্র ২৪ ঘণ্টা পরই শুরু ইরানে রাষ্ট্রপতি নির্বাচন। তবে ভোটের মাত্র একদিন আগেই, উপরাষ্ট্রপতিদের মধ্যে অন্যতম আমির হোসেইন গাজিজাদেহ হাশেমি নিজের প্রার্থীপদ প্রত্যাহার করে নিলেন । পাশাপাশি অন্যান্য প্রার্থীদেরও একই কাজ করার আহ্বান জানান তিনি। তাঁর বিশ্বাস এতে বিপ্লবের ফ্রন্ট আরও শক্তিশালী হবে।
এবার ইরানে প্রেসিডেন্ট পদের জন্য পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। হেলিকপ্টার দুর্ঘটনায় রাষ্ট্রপতি রাইসির মৃত্যুর পর, উপরাষ্ট্রপতি মহম্মদ মোখবার এখন রাষ্ট্রপতির দায়িত্বভার সামলাচ্ছেন । তিনি নিজে অবশ্য তেহরান কর্তৃক ২৮ জুনের নির্বাচনের জন্য ঘোষিত ছয়জন পদপ্রার্থীর তালিকায় নেই।অন্যদিকে হাশেমি নিজের নাম প্রত্যাহারের পর বাকি পাঁচ প্রার্থীরা হলেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, সাইদ জালিলি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পোউর মোহাম্মাদি, তেহরানের মেয়র আলী রেজা জাকানি, পার্লামেন্ট সদস্য মাসুদ পেজেশকিয়ান।এদের মধ্যে মাসুদ পেজেশকিয়ান একমাত্র মধ্যপন্থী।নির্বাচনী লড়াইয়ে কট্টরপন্থীদের বিরুদ্ধে সমানে সমানে টক্কর দিচ্ছেন এই শল্যবিদ।যদিও রাজনীতি বিশ্লেষকদের ধারণা আয়াতুল্লাহ খুমেইনির ঘনিষ্ঠ কেউই রাষ্ট্রপতির দায়িত্বে আসবেন।প্রাক্তন কট্টরপন্থী রাষ্ট্রপতি মাহমুদ আহমাদিনেজাদকে এবারের নির্বাচনে লড়তে দেওয়া হয়নি । পরে তেহরানের মেয়র আলী রেজা জাকানিও নিজের নাম প্রত্যাহার করে নেন ।
ইউরেনিয়ামে সমৃদ্ধ ইরান বর্তমানে পরমাণু শক্তিধরের আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।সম্প্রতি ভারতের সঙ্গে ইরানের চাবাহার বন্দর নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই মুহূর্তে ভারত ইরানের কাছে একটি বিশ্বাসযোগ্য অর্থনৈতিক অংশীদার।
❤ Support Us