Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ৮, ২০২৪

জিমন্যাস্টিক্স থেকে অবসর নিলেন ভারতের ‘‌প্রোদুনোভা কন্যা’‌ দীপা কর্মকার

আরম্ভ ওয়েব ডেস্ক
জিমন্যাস্টিক্স থেকে অবসর নিলেন ভারতের ‘‌প্রোদুনোভা কন্যা’‌ দীপা কর্মকার

দীর্ঘদিন ধরেই হাঁটুর চোট সমস্যায় ভুগছিলেন। জীবনের সেরা সময়টা কেড়ে নিয়েছিল চোট। অস্ত্রোপচার করে যখন ফিরে আসার চেষ্টা করছিলেন, তখনই ডোপ কেলেঙ্কারিতে নির্বাসিত। একের পর এক ধাক্কা সামলে নিজেকে আর দক্ষতার শীর্ষে নিয়ে যেতে পারেননি। তাই অবসরের সিদ্ধান্ত নিলেন জিমন্যাস্ট দীপা কর্মকার। সোশ্যাল মিডিয়ায় নিজের অবসরের কথা জানিয়েছেন ‘‌প্রোদুনোভা কন্যা’‌।
সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে দীপা কর্মকার লিখেছেন, ‘‌অনেক চিন্তাভাবনা করেই অবসরের সিদ্ধান্ত নিয়েছি। জিমন্যাস্টিক্স থেকে অবসর নিচ্ছি, এই সিদ্ধান্ত নেওয়টা আমার পক্ষে সহজ ছিল না। কিন্তু আমার মনে হয়েছে অবসর নেওয়ার এটাই সেরা সময়। এই কয়েক বছরে দেশের হয়ে প্রতিনিতধিত্ব করাটা আমার কাছে বড় ব্যাপার ছিল। সব সুযোগ কাজে লাগানোর চেষ্টা করেছি।’‌ দীপা আরও লিখেছেন, ‘আমার জীবনের বড় অংশ জুড়ে রয়েছে জিমন্যাস্টিক্স। দুর্দান্ত সব মুহূর্ত উপহার পেয়েছি জিমন্যাস্টিক্স থেকে। নানরকম উত্থান পতনের সাক্ষী থেকেছি। প্রতিটা মুহূর্তের জন্য সকলের কাছে কৃতজ্ঞ।’‌
দীপা কর্মকারের হাত ধরে ভারতীয় জিমন্যাস্টিক্স অন্য উচ্চতায় পৌঁছে গিয়েছিল। ২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতে প্রথম নজর কাড়েন দীপা। প্রোদুনোভাকে সাবলীলভাবে রপ্ত করে তাক লাগিয়ে দেন। এরপর ২০১৫ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতেন। ২০১৬ রিও অলিম্পিকে ভারতের প্রথম মহিলা হিসেবে জিমন্যাস্টিক্সে অংশ নিয়েছিলেন। চতুর্থ স্থানে শেষ করেছিলেন। অল্পের জন্য পদক হারালেও ‘‌প্রোদুনোভা ভল্ট’‌ দিয়ে আলোড়ন ফেলে দিয়েছিলেন। ২০১৮ সালে তুরস্কে অনুষ্ঠিত আর্টিস্টিক্স জিমন্যাস্টিক্সে ভল্টে সোনা জেতেন। ওই বছরই টোকিওয় আর্টিস্টিক্স জিমন্যাস্টিক্সে ব্রোঞ্জ জেতেন। এরপর চোট–আঘাত সমস্যায় ভুগতে থাকেন। হাঁটুর অস্ত্রোপচার করিয়ে ফিরে আসেন।
অস্ত্রোপচার করিয়ে যখন জিমন্যাস্টিক্সে ফেরার চেষ্টা করছেন তখনই আবার ধাক্কা। ডোপিংয়ের জন্য নির্বাসিত করা হয় দীপা কর্মকারকে। নির্বাসন কাটিয়ে ২০২৩ সালে আবার স্বমহিমায় ফেরার চেষ্টা করেন। চলতি বছরে তাসখন্দে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন। অলিম্পিকের ট্রায়ালেও ছি‌লেন শীর্ষে। কিন্তু ক্রীড়া মন্ত্রক থেকে তাঁর নাম বাদ পড়ে। ফলে ২০২৪ প্যারিস অলিম্পিকে অংশ নেওয়া হয়নি। অবশেষে অবসরের সিদ্ধান্ত নিলেন দীপা। অলিম্পিকে পদক জয়ের স্বপ্ন অপূর্ণই থেকে গেল ৩১ বছর বয়সী ভারতের এই ‘‌প্রোদুনোভা কন্যা’‌র।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!