- মা | ঠে-ম | য় | দা | নে
- আগস্ট ৩০, ২০২৩
নিমেষেই শেষ ভারত–পাকিস্তান ম্যাচের টিকিট!

নিমেষেই শেষ বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচের টিকিট! হ্যাঁ, এটা হওয়ারই কথা ছিল। প্রত্যাশামতো সেটাই হয়েছে। ১৪ অক্টোবর আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত–পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে। ওই ম্যাচের কিছু পরিমান টিকিট প্রি–সেল উইন্ডোয় রাখা হয়েছিল। আর তা নিমেষের মধ্যেই শেষ হয়ে যায়। তবে ক্রিকেটপ্রেমীদের হতাশ হওয়ার কিছু নেই। ৩ সেপ্টেম্বর আবার এই ম্যাচের টিকিট অন লাইনে বিক্রি হবে।
‘বুকমাইশো’–র মাধ্যমে বিশ্বকাপের টিকিট বিক্রে করছে আইসিসি ও বিসিসিআই। প্রি–সেল উইন্ডোয় ভারতের যে ম্যাচগুলির টিকিট বিক্রি হয়েছে, তাতে একমাত্র পাকিস্তান ম্যাচের টিকিট সোল্ড আউট দেখানো হচ্ছে। অফিসিয়াল পার্টনার মাস্টারকার্ডের উপভোক্তাদের জন্য চালু করা হয় প্রি সেল উইন্ডো। যাদের মাস্টারকার্ডের ভারত ও আন্তর্জাতিক ডেবিট ও ক্রেডিট কার্ড রয়েছে তাঁদের জন্যই এক্সক্লুসিভ প্রি সেল উইন্ডো খোলা হয়েছিল। মঙ্গলবার সন্ধে ৬টায় উইন্ডো খোলার এক ঘণ্টার মধ্যেই সব টিকিট নিঃশেষিত। তবে ওয়ার্ম আপসহ ভারতের অন্য ম্যাচগুলির টিকিটে সেইরকম চাহিদা নেই।
প্রি সেল উইন্ডোতেই যদি এইরকম হাল হয়, তাহলে ৩ সেপ্টেম্বর থেকে ভারত–পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি শুরু হলে পরিস্থিতি কোন পর্যায়ে পৌঁছবে, সহজেই অনুমেয়। তবে একটাই স্বস্তি, আমেদাবাদের স্টেডিয়ামে ১ লক্ষ ৩২ হাজার দর্শকাসন রয়েছে। দর্শকদের চাহিদা অনেকটাই পূরণ করা সম্ভব হবে। প্রি–সেল উইন্ডোয় একজন মাত্র ২টি টিকিট কাটতে পেরেছেন। ভারতের ম্যাচগুলির পাশাপাশি সেমিফাইনাল ও ফাইনালে একজন দুটির বেশি টিকিট কাটতে পারবেন না। অন্য ম্যাচগুলির ক্ষেত্রে অবশ্য একজন চারটি করে টিকিট কাটতে পারবেন।
❤ Support Us