Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ২২, ২০২৪

মেরুদণ্ডে প্রথম রোবোটিক অস্ত্রোপচার, পূর্বভারতে নজির গড়লো এইচপি ঘোষ মেমোরিয়াল হাসপাতাল

আরম্ভ ওয়েব ডেস্ক
মেরুদণ্ডে প্রথম রোবোটিক অস্ত্রোপচার, পূর্বভারতে নজির গড়লো এইচপি ঘোষ মেমোরিয়াল হাসপাতাল

পূর্ব ভারতে প্রথম রোবটের সাহায্যে মেরুদণ্ডের অস্ত্রোপচার চালু করে চিকিৎসার ক্ষেত্রে বিপ্লব ঘটাল কলকাতার এইচপি ঘোষ মেমোরিয়াল হাসপাতাল। যা স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য মাইলফলক। প্রযুক্তির মাধ্যমে এই প্রথম মেরুদণ্ডের অস্ত্রোপচার করার ব্যবস্থা নিয়ে এল এইচপি ঘোষ মেমোরিয়াল হাসপাতাল।

কলকাতার দ্য স্প্রিং ক্লাবে এক অনুষ্ঠানে রোবটের সাহায্যে অত্যাধুনিক প্রযুক্তিতে মেরুদণ্ডের অস্ত্রোপচার পদ্ধতি প্রদর্শন করা হয়। কীভাবে অত্যাধুনিক প্রযু্ক্তিতে মেরুদণ্ডের অস্ত্রোপচার করা হয়, রোগী কতটা সুরক্ষিত, সমস্ত কিছুই ভিডিও প্রদর্শনের মাধ্যমে ব্যাখ্যা করেন এইচপি ঘোষ মেমোরিয়াল হাসপাতাল ও দ্য স্পাইন ফাউন্ডেশনের চিকিৎসক সৌম্যজিৎ বসু। মেরুদণ্ডের সার্জারির সর্বশেষ অগ্রগতি মাজোর-এক্স রোবোটিক সিস্টেম প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন নিউরোসার্জেন ডাঃ ইন্দ্রজিৎ রায়, অ্যানেস্থেসিওলজিস্ট ডাঃ ত্রিনঞ্জন সারঙ্গী, এইচপি ঘোষ হাসপাতালের সিইও সোমনাথ ভট্টাচার্য।

এই রোবোটিক অত্যাধুনিক প্রযুক্তি, যা নির্ভুল চিকিৎসার মাধ্যমে উন্নত পদ্ধতিতে রোগীর দ্রুত সুস্থতা নিশ্চিত করে মেরুদণ্ডের অস্ত্রোপচারে বিপ্লব ঘটানোর মতো করে ডিজাইন করা হয়েছে। মেরুদণ্ডের যত্নের জন্য হাসপাতালের ব্যাপক পদ্ধতির ওপরও জোর দেওয়া হয়েছে, যা আধুনিক ডায়াগনস্টিক সরঞ্জাম যেমন ডিজিটাল এক্স-রে, ১২-স্লাইস সিটি, অ্যাডভান্সড এমআরআই, এবং ইলেক্ট্রোফিজিওলজি, রোবোটিক প্রযুক্তির সাথে সাথে একীভূত করে। উন্নত মাইক্রোস্কোপ, এন্ডোস্কোপ, নেভিগেশন, হাই-স্পিড ড্রিল, সি-আর্ম, ও-আর্ম, রোবোটিক এবং নিউরোমনিটরিং সহ ৫টি মডিউলার অপারেটিং থিয়েটার সহ, এইচপি ঘোষ হাসপাতাল মেরুদণ্ড চিকিৎসায় বিপ্লব ঘটিয়েছে।

দ্য স্পাইন ফাউন্ডেশনের পরিচালক ও স্পাইন সার্জেন ডাঃ সৌম্যজিৎ বসু বলেন, ‘‌এইচপি ঘোষ হাসপাতালে রোবোটের সাহয্যে মেরুদণ্ডের অস্ত্রোপচারের সফল বাস্তবায়ন আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক। যেখানে আমরা রোগীর যত্নে সর্বোত্তম ব্যবস্থা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আজ আমরা কেবল অত্যাধুনিক প্রযুক্তিই চালু করছি না, পূর্ব ভারতে মেরুদণ্ডের যত্নের ক্ষেত্রে একটি নতুন মানও স্থাপন করছি। মাজোর–এক্স রোবোটিক সিস্টেম আমাদের নির্ভুলতার সঙ্গে অস্ত্রোপচার করতে সাহায্য করে। বিশেষ করে জটিল ক্ষেত্রে রোগীদের জন্য নিরাপদ ফলাফল নিশ্চিত করে।’‌ ‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!