Advertisement
  • স | হ | জ | পা | ঠ
  • এপ্রিল ২৯, ২০২২

শনিবার ‘কালো’ চাঁদে ঢাকা পড়বে সূর্য ! স্থায়িত্ব অন্তত ২ ঘন্টা।

আরম্ভ ওয়েব ডেস্ক
শনিবার ‘কালো’ চাঁদে ঢাকা পড়বে সূর্য ! স্থায়িত্ব অন্তত ২ ঘন্টা।

শেষ এপ্রিলেই বছরের প্রথম সূর্যগ্রহণ। শনিবার অন্তত দুঘন্টা ‘কালো’ চাঁদের আড়ালে সূর্যের ৬৫ শতাংশ ঢাকা পড়বে। চাঁদের কালো দেখতে বিশ্ব জুড়ে কৌতূহল ।গ্রহণকালের স্থায়িত্ব ভারতীয় সময় সকাল ১২.১৫ থেকে ২.১১ । কিন্তু ভারত থেকে দেখা যাবে না। দেখা যাবে চিলি, আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে, দক্ষিণপশ্চিম বলিভিয়া, দক্ষিণপূর্ব পেরু ও ব্রাজিলের দক্ষিণপশ্চিম অংশের একাংশে । আন্টার্কটিকার কয়েকটি এলাকায়ও দৃশ্যমান হয়ে উঠবে মহাজাগতিক দৃশ্য। এবছর দুবার এই ধরনের সূর্যগ্রহণের দেখা মিলবে ।
এবারের গ্রহণের মূল আকর্ষণ ‘ব্ল্যাক মুন’ । নাসা জানিয়েছে, সূর্যকে ঢাকবে রাখবে কৃষ্ণ চাঁদ। কী এটি? ‘ব্লাড মুন’, ‘ব্লু মুনে’র মতো এর কোনও পরিষ্কার সংজ্ঞা নেই। তবে জ্যোতির্বিজ্ঞানীদের অভিমত, মাসের দ্বিতীয় ‘নিউ মুন’ অর্থাৎ অমাবস্যার পরে চাঁদের যে রচেহারা ‘কালো’। কেননা এই সময় তার অন্ধকার গোলাকার অংশ পৃথিবী থেকে দেখা যায়। এ এক বিরল অভিজ্ঞতা। প্রতি ৩২ মাস অন্তর ‘ব্ল্যাক মুন’ দেখা যায়। এবার সেই চাঁদই সূর্যগ্রহণ ঘটাবে।

শেষবার সূর্যগ্রহণ হয়েছিল গত বছরের ৪ ডিসেম্বর। গ্রহণটি ছিল বলয়গ্রাস । আগের গ্রহণটি ১০ জুনের । ২০২২ প্রথম সূর্যগ্রহণ আংশিক হবে। যদিও ভারত থেকে তা দেখা যাবে না, ইউটিউব ‘লাইভ’ এবার গ্রহণের সাক্ষী হয়ে থাকবে।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!