Advertisement
  • দে । শ
  • অক্টোবর ২৯, ২০২৪

কম খরচে হাঁটু প্রতিস্থাপন এবার বসিরহাটে

আরম্ভ ওয়েব ডেস্ক
কম খরচে হাঁটু প্রতিস্থাপন এবার বসিরহাটে

বসিরহাটেই হল হাঁটুর মালাইচাকি প্রতিস্থাপন। এবং কলকাতা থেকে অর্ধেকের কম খরচে এই জটিল অস্ত্রোপচার সম্ভব করেছেন কলকাতার অ্যাপোলো হাসপাতালের চিকিৎসক ডাঃ আদিত্য বাসুদেব। এই প্রথম বসিরহাটের কোন বেসরকারি নার্সিংহোমে এই ধরনের সফল অস্ত্রোপচার হল বলে দাবি বসিরহাট নার্সিংহোম কর্তৃপক্ষের। অস্থি শল্য চিকিৎসক আদিত্য বাসুদেব এই অস্ত্রোপচার করেছেন।

বসিরহাট নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে সুকুমার আচার্য বলেন, বলেন হাসনাবাদের রামেশ্বরপুরে বাড়ি ৬২ বছর বয়সী কল্পনা ঘোষ দীর্ঘদিন হাঁটু নিয়ে কষ্ট পাচ্ছিলেন। হাঁটাচলা করতে পারছিলেন না। গ্রামের মহিলা কলকাতায় গিয়ে হাঁটু প্রতিস্থাপনের খরচ বহন করাও পরিবারে পক্ষে সম্ভব ছিল না। অ্যাপোলো হাসপাতালের চিকিৎসক ডাঃ আদিত্য বাসুদেব বসিরহাটেই হাঁটু প্রতিস্থাপনের সম্মত হন। এবং সফল অস্ত্রোপচারে হাঁটুর মালাইচাকি প্রতিস্থাপনের পর রুগী পুরোপুরি সুস্থ। হাটা চলাও করানো হয়েছে কল্পনা দেবীকে। বসিরহাটের মত একটি পিছিয়ে পড়া শহরে এই ধরণের অস্ত্রোপচারে সাফল্যে বহু মানুষ খুশি। অস্ত্রোপচারের পরদিন নিজের পায়ে হাঁটতে পেরে কল্পনা ঘোষ বলেন, ভাবিনি আর কোন দিন সোজা হয়ে দাঁড়াতে পারব। ডাক্তারবাবু এবং নার্সিংহোম কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ। তাঁরা না এগিয়ে এলে কলকাতায় গিয়ে চিকিৎসা করা আমার পক্ষে সম্ভব হত না।‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!