- দে । শ
- জুন ১৭, ২০২৩
অস্ত্র ব্যবসার মনোহর বাগানে কালো মেঘের ঘনঘটা। কাশ্মীরে সংঘর্ষে খতম ৫ খতরনক জঙ্গি। অমরনাথের মৌসমে নবরূপে বাড়তে পারে সংঘবদ্ধ সন্ত্রাস

কাশ্মীরে জঙ্গি-পুলিশের সংঘর্ষ অব্যাহত। শুক্রবার সকালে, কুপওয়ারা জেলায় রক্ষীবাহিনীর গুলিতে মারা যায় ৫ সশস্ত্র জঙ্গি। তাঁরা কোন গোষ্ঠীর সদস্য, সপ্রমাণ তথ্য এখনো অধরা, সীমান্তে নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে সেনা ও আধা সেনা। কাশ্মীরের এডিজিপি বলেছেন, তল্লাশি অভিযান চলছে।
গত কয়েক মাসে, পরপর সংঘর্ষের কয়েকটি ঘটনা ঘটেছে। পাকিস্তানে রাজনৈতিক অশান্তি যত বাড়ছে, ততই কাশ্মীরে জঙ্গি -পুলিশের সংঘর্ষ নতুন রূপ ধারণ করছে। পাকিস্তান জঙ্গিদের পাঠাচ্ছে কিনা, এ বিষয়ে ভারত সতর্ক। কিন্তু ভারতের অদ্ভুত নীরবতা বিস্ময়কর। যে কোনো ঘরোয়া মামলায় চোখ ঘোরাতে পাকিস্তান জঙ্গিদের ভারতের দিকে ঠেলে পাঠায়। এটা তার পুরনো কৌশল।
আন্তর্জাতিক স্তরে ইসলামাবাদ কোণঠাসা। ইমরানকে নিয়ে শাহবাজ সরকার বিব্রত। অর্থভাণ্ডারের রসদ তলানিতে। সঙ্কট চারদিকে। জঙ্গিদের বন্দুকের নলই ভারতের দিকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার অন্যতম অবলম্বন। এরকম অবস্থায়, উপদ্রুত উপত্যকায় নবরূপে জঙ্গিদের অনুপ্রবেশ খুবই স্বাভাবিক। জোর বর্ষা নামলে তাদের দৌরাত্ম্য বাড়বে। সামনে অমরনাথ তীর্থযাত্রা। বিঘ্ন ঘটিয়ে ‘যাত্রীদের’ থমকে দেবে না সংঘবদ্ধ সন্ত্রাস, নিশ্চয়তা কোথায় ? ভারতও পাল্টা তাস খেলতে পারে। কাশ্মীরকে শান্ত রাখতে জাগিয়ে রাখবে জুজুর ভয়।
অস্ত্র ব্যবসায়ীদের অর্ধ উন্মুক্ত মনোহর বাগানে আন্তর্জাতিক রাজনীতির প্রকট চেহারা যে কোনো মুহূর্তে ঝলসে উঠবে না, কে বলতে পারে। জঙ্গিদের অস্ত্রের জোগানদার শুধু কি পাকিস্তান? না অন্যান্য দুষ্ট শাসিত সুযোগের অপেক্ষায় জেগে থাকে।
❤ Support Us