- এই মুহূর্তে
- ফেব্রুয়ারি ৪, ২০২২
পুণের নির্মীয়মাণ শপিং মলের একাংশ ভেঙে মৃত ৫, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

পুণের ইয়ারবদা শাস্ত্রীনগরের নির্মীয়মাণ শপিং মলের একাংশ আচমকা ভেঙে পড়ায় মৃত্যু হল ৫ শ্রমিকের। ইতিমধ্যেই মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে অসুস্থদের দ্রুত আরোগ্য কামনা করেছেন মোদি।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ১০ জন শ্রমিক ওই নির্মীয়মাণ মলটিতে ঘুমিয়ে ছিলেন। শুক্রবার ভোর সাড়ে চারটে নাগাদ আচমকা মলটির বেসমেন্টে গাড়ি পার্কিংয়ের জায়গায় থাকা লোহার খাঁচাটি ভেঙে পড়ে। বিকট শব্দ হয়। তড়িঘড়ি ছুটে যান আশেপাশের মানুষ। দেখা যায়, লোহার খাঁচার নিচে চাপা পড়েছেন শ্রমিকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও দমকল বাহিনী । শুরু হয় উদ্ধার কাজ। বেশ কিছুক্ষণের চেষ্টায় উদ্ধার করা হয় ১০ জনকে। সঙ্গে সঙ্গে তাঁদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই ৫ জনকে মৃত বলে ঘোষণা করে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ২ জন। বাকি ৩ জনও চিকিৎসাধীন ।
❤ Support Us