Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ১৯, ২০২৪

‌রাজকোটে যশস্বী ঝড়, জাদেজার জাদু, বিধ্বস্ত ইংল্যান্ডের স্বপ্নের ‘‌বাজবল’‌

আরম্ভ ওয়েব ডেস্ক
‌রাজকোটে যশস্বী ঝড়, জাদেজার জাদু, বিধ্বস্ত ইংল্যান্ডের স্বপ্নের ‘‌বাজবল’‌

এইমুহূর্তে ক্রিকেট বিশ্বে সবথেকে আলোচিত ‘‌বাজবল’‌ ক্রিকেট। ইংল্যান্ডের ধারণা ছিল, ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজেও ‘‌বাজবল’‌ ক্রিকেট দিয়ে বাজিমাত করবে। সিরিজ শুরুর পরপরই ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলেছিলেন, ভারতের মাটিতে ইংল্যান্ডের এই ঘরানার ক্রিকেট সাফল্য পাবে না। সেটা প্রমাণ হতে চলেছে। রাজকোটে ৪৩৪ রানে জিতে সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে গেল ভারত। যশস্বী জয়সওয়াল ব্যাটে ঝড় তোলার পর রবীন্দ্র জাদেজার স্পিনের জাদু। দিশা পেলেন না বেন স্টোকসরা।
তৃতীয় দিনের শেষে ভারতের রান ছিল ২ উইকেটে ১৯৬। শুভমান ৬৫ ও কুলদীপ যাদব কোনও রান না করে অপরাজিত ছিলেন। ২৪৬ রানে মাথায় আউট হন কুলদীপ যাদব (‌২৭)‌। কুলদীপ আউট হওয়ার পর ক্রিজে নামেন আগের দিন রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যাওয়া যশস্বী জয়সওয়াল। যশস্বী আসার পরপরই আউট হন শুভমান গিল (‌৯১)‌। এরপর ঝড় তোলেন যশস্বী। ২৩১ বলে দ্বিশতরান পূর্ণ করেন। ৪ উইকেটে ৪৩০ রান তোলার পর ইনিংস সমাপ্তি ঘোষণা করে ভারত। শেষ পর্যন্ত ২১৪ রানে অপরাজিত থাকেন যশস্বী। মারেন ১৪টি চার এবং ১২টি ছয়। ৭২ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন সরফরাজ খান।
জয়ের জন্য ৫৫৭ রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামে ইংল্যান্ড। ম্যাচের আগেই রবীন্দ্র জাদেজা বলেছিলেন রাজকোটের বাইশ গজে পরের দিকে স্পিনাররা সাহায্য পাবে। তাঁর সেই কথাই সত্যি হয়েছে। জাদেজা ও কুলদীপের স্পিনের সামনে দাঁড়াতেই পারেনি ইংল্যান্ড। শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে। প্রথম ইনিংসে দুরন্ত ব্যাটিং করা বেন ডাকেট ফেরেন মাত্র ৪ রানে। যদিও তিনি রান আউট হন।
ইংল্যান্ডকে অবশ্য প্রথম ধাক্কা দিয়েছিলেন বুমরা। তুলে নেন জ্যাক ক্রলিকে (‌১১)‌। এরপরই জাদেজার ভেলকি শুরু। অলি পোপকে ফেরান ৩ রানে। এরপর জনি বেয়ারস্টোকে ৪ এবং জো রুটকে ৭ রানে সাজঘরের পথ দেখান জাড্ডু। ১৫ রান করে কুলদীপের শিকার হলেন বেন স্টোকস। খাতা খোলার আগেই রেহান আহমেদকেও ফেরান সেই কু‌লদীপ। ১৬ রান করে জাদেজার বলেই স্টাম্পড হন ফোকস। বাড়ি থেকে ফিরে এসে মাঠে নেমে উইকেট পান অশ্বিনও। ১৬ রানে টম হার্টলিকে ফেরান। ইংল্যা‌ন্ডের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করলেন মার্ক উড। ১২২ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ৪১ রানে ৫ উইকেট নেন জাদেজা। ১৯ রানে ২ উইকেট কুলদীপের।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!