Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • মে ১৩, ২০২৪

একদিকে হরপা বান, অন্যদিকে জলন্ত আগ্নেয়গিরি থেকে ছাই আর লাভার স্রোত। প্রকৃতির রােষানলে বিপর্যস্ত ইন্দোনেশিয়া

আরম্ভ ওয়েব ডেস্ক
একদিকে হরপা বান, অন্যদিকে জলন্ত আগ্নেয়গিরি থেকে ছাই আর লাভার স্রোত। প্রকৃতির রােষানলে বিপর্যস্ত ইন্দোনেশিয়া

অতিবৃষ্টি, হড়পা বান, ঠান্ডা লাভা স্রোত সঙ্গে ছাই আর ফুটন্ত অগ্নেয়গিরি ভ্রুকটি । সবমিলিয়ে ভয়ঙ্কর পরিস্থিতি প্রশান্ত মহাসগারীয় অঞ্চলের দ্বীপ রাষ্ট্র ইন্দোনেশিয়ার ।

বৃষ্টি আর মাউন্ট মারাপি আগ্নেয়গিরি থেকে ঠান্ডা লাভা স্রোতে গত কয়েকদিনে ধরেই ইতি মধ্যেই প্রাণ হারিয়েছেন ৩৭ জন। গৃহহারা হয়েছেন বহু। তারমধ্যেই এবার জেগে উঠলো আগ্নেয়গিরি মাউন্ট ইবু। সেমাবার সকাল থেকেই সেখান থেকে শুরু হয়েছে অগ্নুৎপাত। আকাশে পাঁচ কিলোমিটার অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে কালো ধোয়া এবং ছাই। সোমবার রাত ভোরই ইন্দোনেশিয়ার হালমাহেরা দ্বীপের আকাশে আগ্নেগিরির ছাই উড়তে থাকে। অতিবৃষ্টিতে বিপর্যস্ত ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে গত কয়েকদিন ধরেই সতর্কবার্তা রাজি করেছিল স্থানীয় প্রশাসন। যেকোনো মুহূর্তে ভয়ঙ্কর লাভা স্রোত ছিটকে বেড়বে মাউন্ট ইবু থেকে ।

শনিবার রাত থেকেই শুরু হয় প্রথম উদগীরন। তা ব্যাপক আকার নেয় সোমবার সকালে। ছাইয়ের ধোঁয়া আর লাভার উদগীরণে আতঙ্ক ছড়িয়ে যায় স্থানীয়দের মধ্যে । ধোঁয়ার হাত থেকে বাঁচতে মুখোশ এবং চশমা ব্যবহারের মাইকিং চালাচ্ছে ওখানকার প্রশাসন।
গতবছর মাউন্ট ইবু ২১ হাজারের বেশিবার অগ্নুতপাত হয়। একদিনেই আকাশে জলন্ত লাভার ফুলকি ছোটে ৫৮ বার। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই রাষ্ট্রে ১২০টি জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে।

অন্যদিকে ইন্দোনেশিয়ার পশ্চিমাংশে সুমাত্রায় বন্যায় ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু হয়েছে। মাউন্ট মারাপি থেকে গত বছরই ঠান্ডা লাভা ও কাদা মাটির উদগীরণ শুরু হয় । কাদ মাটির বন্যায় বন্দ হয়ে গেছে একাধিক সড়ক।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!