Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ১০, ২০২৪

সিকিমে অতি বৃষ্টিতে মৃত ৪। ভূমিধ্বসে ক্ষতিগ্রস্ত বসতবাড়ি, নিখোঁজ বহু

আরম্ভ ওয়েব ডেস্ক
সিকিমে অতি বৃষ্টিতে মৃত ৪। ভূমিধ্বসে ক্ষতিগ্রস্ত বসতবাড়ি, নিখোঁজ বহু

অত্যধিক বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যায় সিকিমের নামচি জেলার মাজুয়া গ্রামের ইয়াঙ্গাং এলাকায় এখনো পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি ভূমিধ্বসে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার সকালের এই প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে। এখনো নিখোঁজ রয়েছেন বহু বাসিন্দা।রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর উদ্ধারকার্যে ব্যস্ত আছে ।স্থানীয় পুলিশ প্রশাসন ও স্থানীয় বাসিন্দারা তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ।

অতিরিক্ত বৃষ্টির জেরে তেনটেক খোলা ও মাখায় দিখু থেকে সিংতাম রোড পর্যন্ত রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা ইয়াঙ্গাং অঞ্চলের। অতি বৃষ্টিতে রাস্তায় জল দাঁড়িয়ে গেছে। কদিন আগে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে, যার জেরে পাশের রাজ্য সিকিমের দক্ষিণ অংশে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে,উত্তরবঙ্গের পাশাপাশি সিকিমে ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। প্রশাসনের তরফ থেকে আপাতত সেসব এলাকায় পর্যটকদের যেতে নিষেধ করা হয়েছে। একাধিক রাস্তায় ধস নেমেছে, ফলে যান চলাচল সম্পূর্ণ ব্যহত হয়েছে। এমতাবস্থায় সিকিমের সঙ্গে সমতলের যোগাযোগ এক প্রকার বিচ্ছিন্ন হয়ে গেছে, বলা যায়। ফলে ভ্রমণরত বহু পর্যটক আটকে পড়েছেন। । তবে সিকিমে এমন পরিস্থিতি নতুন নয়। তাই প্রশাসন ও স্থানীয় মানুষেরা কাঁধে কাঁধ মিলিয়ে উদ্ধারকার্যে হাত লাগিয়েছে।

আজকেই দ্বিতীয়বারের জন্য সিকিমের মুখ্যমন্ত্রী রূপে শপথ নিচ্ছেন প্রেম সিং তামাং। রাজ্যের বিধানসভা ভোটে তাঁর দল সিকিম ক্রান্তিকারি মোর্চা বিপুল ভোটে জয়লাভ করেছে। প্রশাসনের আধিকারিকেরা জানিয়েছেন, নতুন মুখ্যমন্ত্রীর দায়িত্বে এসেই এনিয়ে কাজ শুরু করেছেন তিনি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!