শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
চোরটি গর্ত কেটে ভিতরে ঢুকে পড়েছিল ঠিকই, কিন্তু পরে আর বেরিয়ে আসতে পারেনি। এই ধরনের ঘটনা এর আগে কখনও ঘটেনি বলে জানা যায়।অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের জামি এল্লামা মন্দিরের সিঁধ কেটে গর্ভগৃহে ঢুকে পড়েছিল চোর । কিন্তু চুরি করে বেরনোর সময় সেই গর্তেই আটকে পড়ে গেল সে। মন্দিরের পুরোহিত তাকে ওই অবস্থায় দেখে পুলিশে খবর দেন। আপাতত ওই চোর শ্রীঘরে রয়েছে।
জানা গিয়েছে, বুধবার রাতে জামি এলাম্মা মন্দিরের দেওয়ালে কাটা গর্তে এক ব্যক্তিকে আটকে থাকতে দেখেন পুরোহিত। তার শরীরের কিছুটা গর্ভগৃহের ভিতরের দিকে রয়েছে। বাকিটা বাইরে। গর্ভগৃহের বাইরে বিগ্রহের বেশ কিছু গয়নাও পড়ে থাকতে দেখেন তিনি। এর পরই পুলিসে খবর দেন পুরোহিত। কাঞ্চিলি থানার পুলিশ এসে ওই চোরকে পাকড়াও করে। তাকে নিয়ে যাওয়া হয় থানায়। পুলিশ জানিয়েছে, চুরি করে পালানোর সময় চোরটি নিজেরই কাটা গর্তে নিজেই আটকা পড়ে । পুলিশ জানিয়েছে, দেবীর নাকছাবি-সহ প্রায় ৯ গ্রাম রুপোর গয়না উদ্ধার করা হয়। কাঞ্চিলির সিনিয়র ইনস্পেকটর বলেন, ‘চোরটি হাতেনাতে ধরা পড়েছে। তার নাম পাপা রাও। সে নিজের অপরাধ কবুল করেছে। ‘
মন্দিরের পুরোহিত জানিয়েছেন, এর আগে এমনটা কখনও হয়নি। ও ভাবে চোরকে আটকে পড়ে থাকতে দেখে তিনি চমকে যান। পরে একটু ধাতস্থ হয়ে পুলিশে খবর দেন। তাঁর কথায়, ‘‘এই ধরনের ঘটনা এর আগে কখনও ঘটেনি। চোরটি গর্ত কেটে ভিতরে ঢুকে পড়েছিল ঠিকই, কিন্তু পরে আর বেরিয়ে আসতে পারেনি। ভাগ্যিস গয়নাগুলো বাইরের দিকে ছুঁড়ে ফেলার সময় নজরে পড়েছিল। না হলে খুব ক্ষতি হয়ে যেত।”
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34