- বি। দে । শ
- জুন ১৫, ২০২৪
নয়া সংক্রমণে জেরবার সুর্যোদয়ের দেশ, উদ্বিগ্ন স্বাস্থ্য সংস্থা
ভয়ঙ্কর এক মাংসখেকো ব্যাকটেরিয়ার উপদ্রব শুরু হয়েছে জাপানে।এই অণুজীব এতটাই মারাত্মক যে এর প্রভাবে মাত্র ৪৮ ঘন্টার মধ্যেই যেকোনো মানুষের মৃত্যুঘন্টা বাজতে পারে।
এই ব্যাকটেরিয়ার নাম গ্রুপ এ স্ট্রেপ্টোককাস (জিএএস)। তার সংক্রমণে সৃষ্ট রোগের নাম স্ট্রেপ্টোককাল টক্সিক শক সিনড্রোম।জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফেকশাস ডিজিজেসের পক্ষ থেকে একটি পরিসংখ্যান প্রকাশিত হয়েছে।তাতে বলা হয়েছে, এই বছরের জুন মাসের প্রথম সপ্তাহে অন্তত ৯৭৭জন এই বিরল রোগের শিকার হয়েছেন । গত বছর এই সংখ্যাটি ছিল ৯৪১।
টোকিও উইমেনস মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কেন কাকুচি বলেছেন, এই রাক্ষুসে ব্যাকটেরিয়ার দাপটে আক্রান্ত মানুষ মাত্র দুদিনের মধ্যেই মারা যাচ্ছেন। আক্রান্ত ব্যক্তির এই ব্যাকটেরিয়ার সংক্রমণে প্রথমে পা ফুলতে শুরু করে।তারপর তা ক্রমশ হাঁটুর কাছ পর্যন্ত পৌঁছায়।ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হতে হতে ধীরে রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দেয়।কিকুচির মতে, পরিস্থিতি দেখে অনুমান করা হচ্ছে এই বছরেই আক্রান্তের সংখ্যা ২হাজার ৫০০জনে পৌঁছাবে।
অন্য এক বিশেষজ্ঞের মতে আক্রান্ত ব্যক্তিরা তাদের অন্ত্রে গ্যাস বহন করতে পারেন,যা মলের মাধ্যমে হাত দূষিত করতে পারে। তাই অধ্যাপক কিকুচি পরিস্কার পরিচ্ছন্নতায় বাড়তি গুরুত্ব দিয়েছেন । যে কোনও উন্মুক্ত ক্ষতের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে বলেছেন ।
শুধু ‘সুর্যোদয়ের দেশ’ জাপান নয় ,আরও কয়েকটি দেশেও এই রোগ ছড়িয়েছে বলে জানিয়েছে ‘হু’। রাক্ষুসে মাংসাশী অণুজীব,যাকে সাধারণত খালি চোখে দেখা সম্ভব নয়, তার উৎপাত নিয়ে যথেষ্ট চিন্তিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
❤ Support Us