Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ৩, ২০২৩

ডিভিসির ছাড়া জলে ও বৃষ্টিতে ভাসছে গ্রাম, জেলায় জেলায় বন্যার সম্ভাবনা

আরম্ভ ওয়েব ডেস্ক
ডিভিসির ছাড়া জলে ও বৃষ্টিতে ভাসছে গ্রাম, জেলায় জেলায় বন্যার সম্ভাবনা

গত কয়েকদিন ধরে রাজ্যে লাগাতার বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা বহু জেলায়। তার উপর দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি পর পর দু’দিন এক লক্ষ কিউসেক করে জল ছেড়েছে, যার ফলে বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রামের গ্রামগুলি প্লাবিত হতে পারে। এরই মধ্যে বাড়তে শুরু করেছে বিভিন্ন নদীর জলস্তর।

সোমবারের পর মঙ্গলবারও ডিভিসি নতুন করে আরও ১ লক্ষ ১০ হাজার কিউসেক জল ছেড়েছে। মাইথন জলাধার থেকে ছাড়া হয়েছে ৩৫ হাজার কিউসেক জল। পাঞ্চেত জলাধার থেকে ছাড়া হয়েছে ৭৫ হাজার কিউসেক জল। ডিভিসি-র আধিকারিক সঞ্জয় প্রিয়দর্শী বলেন, বরাকর এবং দামোদর উপত্যকায় ভারী বৃষ্টি হয়েছে। ঝাড়খণ্ডেও গত কয়েক দিন ধরে অতি ভারী বৃষ্টি চলছে। তাই বাঁধগুলি থেকে জল ছাড়তে হয়েছে।

সোমবারেও ডিভিসি এক লক্ষ কিউসেক জল ছেড়েছিল। মাইথন জলাধার থেকে সোমবার ৪৫ হাজার কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে ৫৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছিল। বৃষ্টি আরও বৃদ্ধি পেলে আরও জল ছাড়তে হবে বলে জানিয়ে দিয়েছেন ডিভিসি-র আধিকারিকেরা।

গত দু’দিনে ঝাড়খণ্ড থেকে ( পড়ুন পাঞ্চেত এবং মাইথন থেকে ) দু’লক্ষ কিউসেকের বেশি জল ছাড়া হয়েছে। মঙ্গলবার দামোদরের সেই জল দুর্গাপুর পৌঁছলে দুর্গাপুর ব্যারেজ থেকে ডিভিসি ১লক্ষ ৩৫ হাজার কিউসেক জল ছাড়ে। এতেই পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়াতে বন্যা পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে।

এই পরিস্থিতিতে পুজোর মুখে বন্যা ঠেকাতে আগেভাগেই সতর্কতা অবলম্বন করেছে নবান্ন। বৃষ্টি এবং ডিভিসির জল ছাড়ার কারণে বন্যা হতে পারে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং হুগলিতে। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই সাত জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের নিয়ে জরুরি বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। শীঘ্রই অপেক্ষাকৃত নিচু এবং বন্যাপ্রবণ এলাকাগুলিকে চিহ্নিত করে সেখানে লাগাতার মাইকে প্রচার চালানো, প্রয়োজনে বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আপাতত রাজ্যে বৃষ্টি কমার কোনও সম্ভাবনা নেই বলে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গ জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কোনও কোনও জেলায়। গত কয়েক দিনের বৃষ্টিতে ইতিমধ্যে একাধিক জেলা প্লাবিত হয়েছে। মালদহের গাজল এবং বামনগোলা ব্লকের বেশ কিছু জায়গায় পুনর্ভবা নদীর জল ঢুকেছে। প্লাবনের আশঙ্কায় রাত জেগে কাটাতে হচ্ছে বামনগোলার কুপাদহ গ্রামের মানুষদের। বৃষ্টিতে পুরুলিয়ার বেশ কয়েকটি জায়গাতেও জনজীবন বিপর্যস্ত হয়েছে। পশ্চিম মেদিনীপুরের কংসাবতী নদীতে জলস্তর বৃদ্ধির ফলে ডুবেছে সাঁকো। হাওড়ার উদয়নারায়ণপুর এবং আমতায় বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। মুণ্ডেশ্বরীতেও জলের তোড়ে বাঁশের সাঁকো ভেঙে জনজীবন বিপর্যস্ত। বীরভূমে লাভপুর ব্লকের কাঁদরকুলা, জয়চন্দ্রপুর-সহ ১৫টি গ্রামে বন্যার আশঙ্কা করা হচ্ছে। নদীর জল বাড়তে শুরু করেছে। এর পরে জলস্তর বৃদ্ধি পেলে বাইরের জগতের সঙ্গে সংযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে যাবে বলে আশঙ্কা করছেন গ্রামবাসীরা। কষ্ট করে ঘুরপথে যাতায়াত করতে হবে। এই পরিস্থিতিতে রাজ্য সরকার সজাগ রয়েছে। যে কোনও আপৎকালীন অবস্থায় প্লাবনের তীব্রতা বাড়লে মানুষদের অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য প্রশাসন প্রস্তুত রয়েছে বলে নবান্ন সূত্রে জানানো হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!