Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ১৬, ২০২৪

টানা বৃষ্টিতে বানভাসি বাংলার অঞ্চল ।নিম্নচাপের শক্তি কমলেও অব্যাহত থাকবে বারিধারা

আরম্ভ ওয়েব ডেস্ক
টানা বৃষ্টিতে বানভাসি বাংলার অঞ্চল ।নিম্নচাপের শক্তি কমলেও অব্যাহত থাকবে বারিধারা

রবিবার পর্যন্ত বিভিন্ন অঞ্চলে জারি ছিল লাল, কমলা, হলুদ সতর্কতা। যদিও ক্রমাগত হয়ে চলেছে ভারি, মাঝারি ও ঝিরঝিরে বৃষ্টি।দক্ষিণবঙ্গ বিপর্যস্ত। বিপর্যস্ত সমুদ্র উপকূলবর্তী দুই অঞ্চল ও পূর্ব মেদিনীপুর। হয়েছে বিপুল ক্ষতি। ভারি বৃষ্টি সঙ্গে দমকা হাওয়ায় ভেঙে পড়েছে বহু মাটির বাড়ি। বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ। দুর্যোগ মোকাবিলায় খোলা হয়েছে ব্লকভিত্তিক কন্ট্রোল রুম। টানা বৃষ্টির ফলে জলস্তর বাড়ছে কংসাবতী, সুবর্ণরেখার।

আবহাওয়া দফতর জানিয়েছে, আজ সোমবার ঝারগ্রাম, পুরুলিয়ার বিভিন্ন জায়গায় ভারি বৃষ্টি হতে পারে। তবে অন্য জেলাগুলোতে নামবে বৃষ্টির পারদ।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর থেকে সরছে গভীর নিম্নচাপ। ক্রমে তা এগোচ্ছে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শক্তি খুইয়ে নিম্নচাপে পহাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে গভীর নিম্নচাপ। শেষ ছ’ঘণ্টায় তার গতিবেগ ছিল আট কিলোমিটার। আবহাওয়া দপ্তর থেকে প্রকাশিত শেষ বুলেটিনে জানা গিয়েছে, এই গভীর নিম্নচাপ কলকাতা থেকে ৯০ কিলোমিটার পশ্চিম এবং উত্তর-পশ্চিমে রয়েছে। বাঁকুড়া থেকে ৯০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পূর্বে তার অবস্থান। রবিবারের পর থেকে শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে। সেই নিম্নচাপ পরবর্তী ৪৮ ঘণ্টায় পশ্চিমমুখী হয়ে ঝাড়খণ্ড এবং উত্তলকাতা-সহ বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সেখানে কোনও সতর্কতা জারি করেনি হাওয়া অফিস।

আজ পর্যন্ত উত্তাল থাকবে বঙ্গোপসাগর। পশ্চিমবঙ্গ সংলগ্ন সমুদ্রের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় তার গতি হতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার। ৬০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়াও বইতে পারে। সে কারণে, সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেও আগামী শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে জেলার সব জায়গায় বৃষ্টি হবে না। বিক্ষিপ্ত ভাবে হবে।র ছত্তিশগড়ের দিকে এগোতে থাকবে। পরিণত হতে পারে এই গভীর নিম্নচাপ।পশ্চিমবঙ্গে তা শক্তি হারালেও চলবে বৃষ্টি। ক্ষতি বৃদ্ধির আশঙ্কা থেকেই যাচ্ছে নদী ও সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোতে। অতি বৃষ্টির দাপটে বাঁকুড়ায় বাড়ি ভেঙে প্রাণ হারিয়েছেন একজন । মৃতের নাম জ্যোৎস্না বাগদি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!