Advertisement
  • দিন-দুনিয়া
  • নভেম্বর ৩, ২০২১

সৌদির জাদুঘর এবার উড়বে! দেখতে হবে উড়ে-উড়েই

আলউলা আরব পেনিনসুলার এক গুপ্তধন, ধীরে ধীরে এর রহস্য উন্মোচিত হচ্ছে।

আরম্ভ ওয়েব ডেস্ক
সৌদির জাদুঘর এবার উড়বে! দেখতে হবে উড়ে-উড়েই

সমুদ্রের নীচে নয় বরং এ জাদুঘরে পৌঁছতে আপনাকে উড়তে হবে । আকাশপথে উড়োজাহাজে চড়েই পৌঁছনো যাবে সৌদি আরবের জাদুঘরে । বলা হচ্ছে, উড়ন্ত এই জাদুঘর বিশ্বে প্রথম। আগামীকাল বৃহস্পতিবারই জাদুঘরটি চালু করা হবে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, আরবের রাজধানী রিয়াধ ও প্রাচীন শহর আলউলার মধ্যে উড়োজাহাজে ভ্রমণের মাধ্যমে যাত্রী তথা দর্শনার্থীরা এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি দেখতে পারবেন।

রয়্যাল কমিশন ফর আলউলা ও সৌদির রাষ্ট্রীয় পতাকাবাহী সৌদিয়া এয়ারলাইনসের একটি যৌথ প্রকল্পের ফলস্বরূপ এই জাদুঘর। প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে আলউলায় আবিষ্কৃত নিদর্শনগুলির প্রতিরূপের (রেপ্লিকা) সংগ্রহ প্রদর্শিত হবে এই উড়ন্ত জাদুঘরে। জাদুঘর পরিদর্শনের জন্য উড়োজাহাজে ওঠা যাত্রীরা ‘আর্কিটেক্টস অব এনসিয়েন্ট অ্যারাবিয়া’ নামের ডিসকভারি চ্যানেলের তথ্যচিত্রও দেখতে পারেন।

কমিশনের প্রত্নতত্ত্ব ও সাংস্কৃতিক ঐতিহ্য গবেষণার প্রধান রেবেকা ফুটি বলেন, আলউলা আরব পেনিনসুলার এক গুপ্তধন। তাঁরা ধীরে ধীরে এই রহস্য আবিষ্কার করছেন। সৌদিয়া এয়ারলাইনসের সূত্রে জানা গিয়েছে, উড়ন্ত এই জাদুঘরটির লক্ষ্য আলউলার ঐতিহ্য তুলে ধরা এবং আলউলাকে একটি পর্যটন গন্তব্য হিসেবে প্রচার করা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!