Advertisement
  • এই মুহূর্তে
  • ডিসেম্বর ১, ২০২২

শারীরিক অবস্থার অবনতি, আবার হাসপাতালে পেলে

আরম্ভ ওয়েব ডেস্ক
শারীরিক অবস্থার অবনতি, আবার হাসপাতালে পেলে

দীর্গদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন ব্রাজিলের তিনবার বিশ্বকাপজয়ী দলের নায়ক পেলে। মঙ্গলবার  আবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পেলের শরীর ফুলে গেছে। হৃদযন্ত্রেও সমস্যা দেখা দিয়েছে।
গতবছর সেপ্টেম্বর মাসে ৮২ বছর বয়সী পেলের অস্ত্রোপচার করে কোলোন থেকে টিউমার বার করা হয়েছে। তারপর থেকেই তিনি হাসপাতালে নিয়মিত যাতায়াত করছেন। এবারের হাসপাতালে ভর্তির কারণ হৃদযন্ত্রে সমস্যা। গত কয়েক দিন ধরে পেলের শরীরে অস্বস্তি হচ্ছিল। নিজের হাতে খেতে পারছিলেন না। চিকিৎসকেরা জানিয়েছেন, পেলের হৃদযন্ত্রের সমস্যা হচ্ছে। শরীরও ফুলে গেছে। চিকিৎসকেরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। তবে তাঁরা আশঙ্কায় রয়েছে। কারণ পেলেকে কেমোথেরাপি দিয়েও প্রত্যাশিত অবস্থায় আনা যাচ্ছে না।
যদিও পেলের কন্যা কেলি নাসিমেন্তো নিজের ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানিয়েছেন, কোনও জরুরী অবস্থা তৈরি হয়নি। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘সংবাদ মাধ্যমে আমার বাবার স্বাস্থ্য সম্পর্কে অনেক শঙ্কা ছড়ানো হচ্ছে। আমার বাবাকে হাসপাতালে নেওয়া হয়েছে ওষুধ রেগুলেশনের জন্য। কোনো ইমার্জেন্সি বা নতুন কোনও অবস্থার অবনতি ঘটেনি।’ এরপর তিনি নতুন বছরের ছবি পোস্ট করার প্রতিশ্রুতিও করেন। মঙ্গলবার ব্রাজিলের সাও পাওলোর একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে পেলেকে। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী মার্সিয়া আওকিও।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!