Advertisement
  • ন | গ | র | কা | হ | ন
  • ফেব্রুয়ারি ৭, ২০২৩

তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তুপে ঘানার তারকা ফুটবলার

আরম্ভ ওয়েব ডেস্ক
তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তুপে ঘানার তারকা ফুটবলার

দুদিন আগেই ম্যাচের শেষ বাঁশি বাজার আগের মুহূর্তে গোল করে দলকে জিতিয়েছেন। আর সেই ফুটবলারকেই কিনা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হচ্ছে!‌ তুরস্ক–সিরিয়া সীমান্তে ভয়াবহ ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন চেলসি ও নিউ ক্যাসেল ইউনাইটেডের প্রাক্তন ফুটবলার ক্রিস্তিয়ান আতসু। ঘানার এই উইঙ্গার বর্তমানে খেলছেন তুরস্কের ক্লাব হাতাইস্পোরে।
তবে হাতাইস্পোর ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মুস্তাফা ওজাত তুরস্কের সাংবাদিক ইয়াগিজ সাবুনচোগলুকে বলেছেন, ‘‌আতসুকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। শুধু আতসুই নন, ক্লাবের ক্রীড়া পরিচালক তানের সাভুতও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।’‌ তবে পর্তুগিজ দৈনিক ‘এ বোলা’ জানিয়েছে, আতসুকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ও আতসুকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, হাতাইয়ের আন্তাকিয়া এলাকার বহুতল একটি হোটেলে ছিলেন ৩১ বছর বয়সী আতসু। ভূমিকম্পে হোটেলটি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। হোটেলের ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েছিলেন আতসু। তাঁকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ফুটবলারটি তিনি হাত ও পায়ে চোট পেয়েছেন। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে।
২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত চেলসিতে খেলেছেন আতসু। ইংলিশ ফুটবলে ২০২১ সালে সর্বশেষ খেলেছেন নিউ ক্যাসলে। মাঝে এক মরশুম তাঁকে দেখা গেছে এভারটনের জার্সিতে। ঘানার হয়ে ৬৫ ম্যাচ খেলা এই উইঙ্গার ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপেও খেলেছেন। পরের বছর আফ্রিকান নেশনস কাপে হয়েছেন সেরা খেলোয়াড়। সৌদি আরবেও খেলেছেন আতসুর। আল রায়েদের হয়ে একবছর খেলেছিলেন। গত বছর আল রায়েদ ছেড়ে যোগ দিয়েছেন তুরস্কের হাতাইস্পোরে।
তুরস্ক–সিরিয়া সীমান্তে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। এখনও কেঁপে উঠছে বেশ কয়েকটি এলাকা। এই অবস্থার মধ্যেই চলছে উদ্ধারকাজ। মনে করা হচ্ছে, মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাবে। আহত হয়েছেন বহু মানুষ।


  • Tags:

Read by: 65 views

❤ Support Us
Advertisement
homepage billboard publication
Advertisement
homepage billboard publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!