Advertisement
  • স | হ | জ | পা | ঠ
  • জানুয়ারি ৭, ২০২৩

মামলা লড়বে যন্ত্রমানব, মার্কিন বিজ্ঞানীর আবিষ্কারে চাঞ্চল্য

আরম্ভ ওয়েব ডেস্ক
মামলা লড়বে যন্ত্রমানব, মার্কিন বিজ্ঞানীর আবিষ্কারে চাঞ্চল্য

আইনজীবীদের পেশা এবার হয়তো পড়তে চলেছে সংকটে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে ব্যবহার করে তৈরি যন্ত্রমানবই হয়তো আদালতে আগামী দিনে মামলাকারীদের হয়ে মামলার সওয়াল করতে চলেছে ।মার্কিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের আবিষ্কারে তেমনি ইঙ্গিত।

আদালতে আইনজীবীকে মোটা অঙ্কের পারিশ্রমিক দিয়ে মামলা লড়া সম্ভব হয় না অনেকের পক্ষেই। আইনজীবীরাও তাঁদের নানারকম ব্যক্তিগত সমস্যার জন্য কোনো কোনো মামলায় লড়েন না। এখন এই সব সমস্যার সমাধান করতে চলেছে যন্ত্রমানব। শুনতে অদ্ভুত লাগলেও আগামী মাসেই আমেরিকার একটি আদালতে কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি যন্ত্রমানব তার মক্কেলের হয়ে মামলা লড়বে। যা বিজ্ঞানী ও প্রযুক্তি র এক অভাবনীয় সাফল্য বলেই মনে করছেন অনেকে।

নিউ সায়েন্টিস্ট নামক একটি গবেষণা পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তায় পরিচালিত এই যন্ত্রমানবটি কাজ করবে স্মার্ট ফোনে ডু নট পে নামক একটি অ্যাপের মাধ্যমে। মামলাকারী তাঁর কানে ঠিক করা একটি শ্রবণ যন্ত্রের মাধ্যমে মামলা চলাকালে মামলা সংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ পাবেন। যেসমস্ত আইনী পরামর্শ আইনজীবীরা অর্থের বিনিময়ে দেন সেই একই কাজ এই অ্যাপটি করবে বিনা পারিশ্রমিকে।

২০১৫ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক কম্পিঊটার বিজ্ঞানী জোশুয়া ব্রাউডার ক্যালিফোর্নিয়ায় এই আপটিকে সামনে আনেন। মামলাকারীদের মামলাবাবদ অর্থখরচ বাঁচাতে এমনই এক প্রযুক্তি সামনে আনার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তাঁর মতে এটি ছিল বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় পরিচালিত যন্ত্রমানব যা কোনো আইনী পরামর্শদাতা সংস্থার সাহায্য ছাড়াই মামলাকারীকে মামলা লড়তে যাবতীয় সাহায্য করবে। তবে সামনের মাসে বাজারে আসতে চলা কৃত্রিম বুদ্ধিমত্তায় পরিচালিত যন্ত্রমানব কোন আদালতে কার হয়ে মামলা লড়তে চলেছে সে ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি এখনও।


  • Tags:

Read by: 59 views

❤ Support Us
Advertisement
homepage billboard publication
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!