- বৈষয়িক
- সেপ্টেম্বর ২, ২০২২
ফোর্ডের অর্থসাহায্যে মায়াপুরে বিশ্বের বৃহত্তম বৈদিক মন্দির!
বিশ্বের বৃহত্তম মন্দির গড়ে উঠবে মায়াপুরে। নাম বৈদিক প্ল্যানেটোরিয়াম। ২০২৪ সালে এর দরজা খুলে দেওয়া হবে।

চিত্র সংগৃহীত
বিশ্বের বৃহত্তম মন্দির গড়ে উঠবে মায়াপুরে। নাম বৈদিক প্ল্যানেটোরিয়াম। ২০২৪ সালে এর দরজা খুলে দেওয়া হবে। ১৯৭৬ সালে এই মন্দির তৈরির প্রস্তুতি শুরু হয়। ধীরে ধীরে বাস্তব হয়ে ওঠে তার রূপায়ন। মায়াপুর-ইসকনের সূত্রে জানা গেছে, ভারতীয় স্থাপত্যে নির্মিত মন্দিরে এক সাথে ১০ হাজার ভক্ত দর্শন করতে পারবে। এখানে বৈদিক জ্ঞান-বিজ্ঞানের চর্চা হবে। তুলে ধরা হবে সৃষ্টিতত্ত্বের ভারতীয় ধারনা। ২০১০ সালে মন্দির ভবণের নির্মান শুরু হয়। শেষ হবে ২০২৪ সালে। ইসকনের জন সংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানিয়েছেন, মায়াপুরে বিশ্বের সবচেয়ে বড়ো মন্দির তৈরির স্বপ্ন দেখেছিলেন, তাঁর স্বপ্ন সফল হতে চলল। আলফ্রেড ফোর্ড ব্যাপক অর্থ দিয়ে সাহায্য করেছেন। ১৯৭৫ সাল থেকে তিনি ইসকনের সদস্য। তাঁর পরিবর্তিত নাম অম্বরিশ দাস। ৩০ মিলিয়ন ডলার মন্দিরের নির্মান দান করেছেন তিনি। কেবল মন্দির নয়, মন্দিরকে ঘিরে গড়ে উঠবে অত্যাধুনিক সংগ্রহ শালাও।
❤ Support Us