Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • ডিসেম্বর ৯, ২০২৪

ঢাকায় বিক্রিম বার্তা : রাজনৈতিক পালাবদল অন্তরায় হবে না দ্বিপাক্ষিক সম্পর্কে, দুদেশের মানুষের স্বার্থেই বজায় থাকুক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক

আরম্ভ ওয়েব ডেস্ক
ঢাকায় বিক্রিম বার্তা : রাজনৈতিক পালাবদল অন্তরায় হবে না দ্বিপাক্ষিক সম্পর্কে, দুদেশের মানুষের স্বার্থেই বজায় থাকুক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক

বাংলাদেশে অপ্রীতিকর ঘটনা নিয়ে অসন্তোষ, ঢাকায় নিজেদের উদ্বেগ স্পষ্ট করল নয়াদিল্লি । বাংলাদেশ-ভারতের বিদেশ সচিবের সোমবারের বৈঠকে এনিয়ে ভারতের মতামত ব্যক্ত করতে গিয়ে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি বলেছেন, সীমান্তের ওপারে ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপর হামলার ঘটনায় উদ্বিগ্ন নয়াদিল্লি । তিনি বলেন, দু দেশের মানুষের স্বার্থকে মর্যাদা দিয়ে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া হবে । পড়শি দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন দু দেশের সম্পর্কের অবনতির কারণ হবে বলে মনে করে না ভারত ।দ্বিপাক্ষিক বাণিজ্যেও তার কোনও প্রভাব পড়বে না বলেই আশা প্রকাশ কর্ছেন তিনি ।

মহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশে ক্ষমতা গ্রহণের পর এটাই প্রথম উচ্চ পর্যায়ের সরকারি সফর । দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক বিষয় নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন । ১২০ মিনিটের টানা বৈঠকের পর, সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরি বলেন, দুপক্ষের মধ্যে স্বতঃস্ফূর্ত, খোলামেলা এবং গঠনমূলক আলোচনা হয়েছে । বিদেশ সচিব জানান, ‘ভারত চায়, আগের মতোই বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক ইতিবাচক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকুক। উভয় দেশ যেন সমান সুযোগ-সুবিধা পায় ।’ তিনি বলেন, আগস্ট পরবর্তী সময় বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হয়েছে । সেই সময় থেকেই দুদেশের নেতৃত্বের মধ্যে যোগাযোগ রয়েছে । ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. মহম্মদ ইউনুসকে গ্লোবাল সাউথ সামিটে যোগ দেওয়ার জন্য তাঁকে আমন্ত্রণও জানিয়েছেন । দুদেশের বিদেশ সচিব এবং বিদেশ উপদেষ্টার মধ্যেও নিয়মিত যোগাযোগ রয়েছে ।

চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেন নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করেন । দুজনের মধ্যে বৈঠকে দুই দেশের সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারে কথা হয় । এবং ভারত ও বাংলাদেশের মধ্যে ফরেন অফিস কনসালটেশন বজায় রাখার সিদ্ধান্ত নেন ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!