- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ২৪, ২০২৩
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এগিয়ে অস্ট্রেলিয়া, অভিমত চ্যাপেলের

ভারতের বিরুদ্ধে আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখছেন প্রাক্তন অসি অধিনায়ক ইয়ান চ্যাপেল। তাঁর মতে, ইংল্যান্ডের পরিবেশে অস্ট্রেলিয়ার শক্তিশালী পেস আক্রমণ বাড়তি সুবিধা পাবে। যশপ্রীত বুমরা এবং ঋষভ পন্থের খেলতে না পারাটা ভারতীয় দলের কাছে বড় ক্ষতি বলেও তিনি মনে করছেন। পাশাপাশি ইয়ান চ্যাপেল আরও মনে করছেন, চোটের কারণে শ্রেয়স আয়ার এবং লোকেশ রাহুলের না থাকাটা ভারতের চ্যালেঞ্জ আরও বাড়িয়ে দিয়েছে।
দুই দলের শক্তির মূল্যায়ন করে ইয়ান চ্যাপেল বলেছেন, ‘অস্ট্রেলিয়ার পেস ত্রয়ী প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং জশ হ্যাজেলউড ইংল্যান্ডের পরিবেশে জ্বলে উঠবেন। তবে মহম্মদ সামি, মহম্মদ সিরাজ এবং উমেশ যাদব সমৃদ্ধ ভারতীয় জোরে বোলিংও যথেষ্ট শক্তিশালী। এরাও উইকেট নেওয়ার ব্যাপারে কামিন্সদের কাছাকাছি থাকবে। তবে স্পিন বিভাগে অস্ট্রেলিয়ার তুলনায় ভারত এগিয়ে থাকবে।’ হার্দিক পান্ডিয়ার না থাকাটাও ভারতের সম্ভাবনাকে আরও কমিয়ে দিয়েছে।
ব্যাটিং দৃষ্টিকোণ থেকেও অস্ট্রেলিয়াকে এগিয়ে রেখেছেন ইয়ান চ্যাপেল। তাঁর মতে রোহিত শর্মা, বিরাট কোহলিদের তুলনায় অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, মারনাস লাবুশানে এবং উসমান খোয়াজাদের বড় রান করার দক্ষতা অনেক বেশি। পাশাপাশি ডেভিড ওয়ার্নারের প্রভাবের কথাও স্বীকার করে নিয়েছেন ইয়ান চ্যাপেল। তবে ভারতীয় ব্যাটিং শক্তিকেও একেবারে অবহেলা করছেন না তিনি। চ্যাপেল বলেছেন, ‘ভারতের বিরাট কোহলি, রোহিত শর্মা এবং চেতেশ্বর পুজারার অস্ট্রেলিয়ান আক্রমণ সামলানোর জন্য চ্যালেঞ্জ নিতে তৈরি। পাশাপাশি শুভমান গিলের ভয়ডরহীন ক্রিকেট এবং স্ট্রোক তৈরির মানসিকতাকে অবহেলা করা উচিত নয়।’
মানসিক শক্তি এবং স্থিতিস্থাপকতার ওপরও জোর দিয়েছেন ইয়ান চ্যাপেল। তিনি বলেছেন, ‘যে দল মানসিক শক্তি ও স্থিতিস্থাপকতা ধরে রাখতে পারবে, তাদের জেতার সম্ভাবনা বেশি।’ তবে আইপিএল খেলার ক্লান্তি ক্রিকেটারদের ওপর প্রভাব ফেলবে বলে চ্যাপেল মনে করছেন।
❤ Support Us