- মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ২১, ২০২৩
ফুটবলের মক্কায় পুজো উদ্বোধনে আসছেন ব্রাজিলের কিংবদন্তী রোনাল্ডিনহো

আবার ভারতে পা রাখছেন রোনাল্ডিনহো। পুজোর আগেই ফুটবলের মক্কায় দেখা যাবে ব্রাজিলের কিংবদন্তী ফুটবলারকে। দ্বিতীয়াতেই রোনাল্ডিনহোর কলকাতায় আসার কথা। চতুর্থী পর্যন্ত তিনি শহরে থাকবেন। বেশ কয়েকটা পুজোর উদ্বোধন করার কথা বিশ্বকাপজয়ী ব্রাজিলের এই প্রাক্তন তারকার। ১৫ অক্টোবর শতদ্রুর ঢাকা যাওয়ার কথা রোনাল্ডিনহোর। সেখান থেকে কলকাতায় পা রাখবেন।
এর আগে বেশ কয়েকবার ভারতে এসেছেন রোনাল্ডিনহো। কলকাতায় আসার কথা থাকলেও শেষ পর্যন্ত ব্যস্ততার কারণে আসা হয়নি। তবে এবার আর অন্য কোনও শহরে নয়, সরাসরি কলকাতাতেই আসছেন। ১৬ অক্টোবর কলকাতায় আসার কথা। ১৮ তারিখ পর্যন্ত থাকবেন। চারটি পুজো উদ্বোধন করবেন। এছাড়া স্পনসরদের সঙ্গে একটা অনুষ্ঠানে মিলিত হবেন। কলকাতায় একটা চ্যারিটি ম্যাচেও খেলার কথা। রিষড়াতেও যাবেন। শহরে লিওনেল মেসির একটা মূর্তিও উদ্বোধন করবেন। সূত্রের খবর, রাজ্যের এক মন্ত্রীর পুজো প্যান্ডেলে যাবেন। নরেন্দ্রপুর গ্রিনপার্ক সর্বজনীন দুর্গোৎসবের এবারের থিম কাতারের লুসেল স্টেডিয়ামে লিওনেল মেসির আর্জেন্তিনার বিশ্বকাপ জয়। সেই মণ্ডপেও যেতে পারেন রোনাল্ডিনহো।
২০১২ সালের ২৭ ডিসেম্বর পুনেতে এসেছিলেন রোনাল্ডিনহো। এরপর ২০১৬ সালে ২৪ জানুয়ারি কোঝিকোড়ে এসেছিলেন। নাগজি ফুটল প্রতিযোগিতায় অতিথি হিসেবে হাজির ছিলেন। ২৬ জানুয়ারি তিনি উঠতি ফুটবলারদের সঙ্গে একটি অনুষ্ঠানে মিলিত হন। ২০১৬ সালে আবার ভারতে আসেন রোনাল্ডিনহো। ১৩ জুলাই চেন্নাইয়ে প্রিমিয়ার ফুটসল লিগে অংশ নিতে। ২০১৭ সালেও ভারতে এসেছিলেন। সেই বছর ১৪ জুলাই মুম্বইয়ে প্রিমিয়ার ফুটসলের সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন। ওই বছর প্রিমিয়ার ফুটসলের সিজন ২-তে দিল্লি ড্রাগনসের হয়ে খেলতে সেপ্টেম্বরে ভারতে আসেছিলেন
১৯৯৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত ব্রাজিলের হয়ে খেলেছেন রোনাল্ডিনহো। ৯৭টি ম্যাচে করেছেন ৩৩টি গোল। ২০০৮ সালের অলিম্পিক ফুটবলেও ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন। পিএসজি, বার্সেলোনা, এসি মিলানসহ বেশ কয়েকটা সেরা ক্লাবে খেলেছেনয ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য প্লেয়ার হয়েছেন রোনাল্ডিনহো। পেয়েছেন ব্যালন ডি’ওর পুরস্কার। রোনাল্ডিনহোই একমাত্র ফুটবলার যিনি বিশ্বকাপ, কোপা আমেরিকা, কনফেডারেশনস কাপ, চ্যাম্পিয়ন্স লিগ, কোপা লিবেরতাদোরেস ও ব্যালন ডি’ওর জিতেছেন।
❤ Support Us