Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ১৮, ২০২৩

ধ্বংসস্তূপের তলায় উদ্ধার ঘানার জাতীয় দলের ফুটবলার ক্রিশ্চিয়ান আতসুর দেহ

আরম্ভ ওয়েব ডেস্ক
ধ্বংসস্তূপের তলায় উদ্ধার ঘানার জাতীয় দলের ফুটবলার ক্রিশ্চিয়ান আতসুর দেহ

টানা ১২ দিন ধ্বংসস্তূপের তলায় নিখোঁজ থাকার পর অবশেষে উদ্ধার হল ঘানার জাতীয় দলের ফুটবলার এবং প্রাক্তন নিউক্যাসল ইউনাইটেড মিডফিল্ডার ক্রিশ্চিয়ান আতসুর মৃতদেহ। শনিবার তুরস্কের সংবাদ মাধ্যম আতসুর মৃতদহ উদ্ধারের খবর জানিয়েছে।

ক্রিশ্চিয়ান আতসু তুরস্কে যে বাসভবনে থাকতেন তার ধ্বংসাবশেষের নীচে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে। তুরস্কে ক্রিশ্চিয়ান আতসুর এজেন্ট মুরাত উজুনমেহমেত শনিবার ডিএইচএ বার্তা সংস্থাকে বলেছেন যে, তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হাতায়ে ধ্বংসস্তূপের নিচে তাঁর মৃতদেহ পাওয়া গেছে। মুরাত উজুনমেহমেত বলেন, “আতসুর প্রাণহীন দেহটি ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেছে। মৃতদেহ ছাড়াও আতসুর বিভিন্ন জিনিস ধ্বংসস্তুপের নীচ থেকে বার করে নিয়ে আসা হচ্ছে। তাঁর মোবাইল ফোনও পাওয়া গেছে।”

ঘানার ফুটবলারের এজেন্ট নানা সেচেরে টুইট করেছেন, “ভগ্ন হৃদয়ের সাথে আমি সব শুভাকাঙ্ক্ষীদের কাছে ঘোষণা করতে চাই যে, ক্রিশ্চিয়ান আতসুর মরদেহ আজ সকালে উদ্ধার করা হয়েছে। তাঁর পরিবার এবং প্রিয়জনদের কাছে আমার গভীর সমবেদনা। দয়া করে এই কঠিন সময়ে সবাই তাঁর পরিবারের গোপনীয়তাকে সম্মান করবে।”

৬ ফেব্রুয়ারি ভোর বেলায় ভয়াবহ ভূমিকম্পের কবলে পড়ে তুরস্ক।  রিখটার স্কেলে এই ভূমিকম্প মাত্রা ছিল ৭.৮। সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছে ছিল ভূকম্পের কেন্দ্রস্থল। তুরস্ক ও সিরিয়ায় এই ভূমিকম্পে মৃতেরর সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে।

নিউক্যাসল ইউনাইটেডের প্রাক্তন মিডফিল্ডার ক্রিশ্চিয়ান আতসু সৌদি আরবের ক্লাব আল রায়েদ ছেড়ে গত বছর সেপ্টেম্বরে তুরস্কের সুপার লিগের ক্লাব হাতাইস্পরে যোগ দেন। আতসু যে বহুতল বিল্ডিংয়ে থাকতেন সেখানেই ছিলেন হাতাইস্পরের আরও কয়েকজন ফুটবলার। আতসুর পাশাপাশি তাদেরও এখনও খোঁজ মেলেনি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!