- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ২৩, ২০২৪
টাটা স্টিল ম্যারাথনে এবার অ্যাম্বাসাডর ইংল্যান্ডের প্রাক্তন ফুটবল তারকা ক্যাম্পবেল

অতীতে অনেক নামী ক্রীড়াবিদ আন্তর্জাতিক ইভেন্ট অ্যাম্বাসাডর হয়েছেন। তবে এবছর চমক দিয়েছেন টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতার আয়োজকরা। আন্তর্জাতিক ইভেন্ট অ্যাম্বাসাডর হিসেবে এবার চুক্তি করেছে ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার সোল ক্যাম্পবেলের সঙ্গে। কলকাতায় আসার জন্য মুখিয়ে রয়েছেন দেশের হয়ে ও ইংলিশ প্রিমিয়ার লিগে একসময় দাপিয়ে খেলা এই প্রাক্তন ডিফেন্ডার।
১৫ ডিসেম্বর এবছর অনুষ্ঠিত হবে টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে। তার আগেই কলকাতায় পা রাখবেন সোল ক্যাম্পবেল। তবে আন্তর্জাতিক ইভেন্ট অ্যাম্বাসাডর হিসেবে তাঁর নাম ঘোষণার পর থেকেই আর তর সইছে না ক্যাম্পবেলের। তিনি বলেন, ‘কলকাতা শহরে আসাটা আমার কাছে অনেক আনন্দের হবে। একজন ইংরেজ হওয়ার কারণে, ক্রিকেটের মাধ্যমে ভারতকে চিনি। কিন্তু শুনেছি কলকাতা শহর ক্রীড়াপ্রেমী মানুষের জন্য পরিচিত। আমি টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতার অংশ হতে পেরে উচ্ছ্বসিত। এই রেস সকলকে একত্রিত করেছে। কলকাতায় আসার জন্য মুখিয়ে রয়েছি।’
ক্যাম্পবেল আরও বলেন, ‘যে ফুটবল ভালোবাসে, তাকে দৌড়তে ভালোবাসতে হবে। এটাই আপনাকে সেরা করে তোলে। কলকাতা ও ভারতের সব ফুটবল এবং ক্রীড়াপ্রেমীদের কাছে আমার আহ্বান, ১৫ ডিসেম্বর, রবিবার টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতার স্টার্টলাইনে আমার সঙ্গে যোগ দিন। টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতার জনহিতকর কাজের জন্য আমি মুগ্ধ। সমাজকে কিছু ফিরিয়ে দেওয়া এবং সকলের জন্য আরও ভাল কিছু করার চেষ্টা করছে।’
টটেনহ্যাম হটস্পারের যুব সিস্টেম থেকে উঠে এসে এই ক্লাবেই পেশাদার ফুটবলজীবন শুরু করেন সোল ক্যাম্পবেল। রক্ষণাত্মক দক্ষতার জন্য দ্রুত নজর কাড়েন। ২০০১ সালে আর্সেনালে একটি সাহসী এবং বিতর্কিত পদক্ষেপ নিয়েছিলেন, যা প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল। উত্তর লন্ডন বিভাজন অতিক্রম করার এই সিদ্ধান্ত ফুটবল সম্প্রদায়ের মধ্যে শকওয়েভ পাঠিয়েছিল। ২০০৩–০৪ মরশুমে দলকে অপরাজিত ইংলিশ প্রিমিয়ার লিগ জেতাতে সাহায্য করেছিলেন। দেশের হয়ে ৭০টি ম্যাচ খেলেছেন সোল ক্যাম্পবেল।
❤ Support Us