Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ২৫, ২০২৪

একের পর এক ব্যর্থতা, রাজনীতির মঞ্চ থেকে সরে দাঁড়ালেন বাইচুং ভুটিয়া

আরম্ভ ওয়েব ডেস্ক
একের পর এক ব্যর্থতা, রাজনীতির মঞ্চ থেকে সরে দাঁড়ালেন বাইচুং ভুটিয়া

ফুটবল মাঠে একের পর এক গোল করে দলকে জিতিয়েছেন। কিন্তু রাজনীতির ময়দানে চূড়ান্ত ব্যর্থ। গোল করা তো দূরের কথা, বিপক্ষের পেনাল্টি বক্সেই ঢুকতে পারেননি। গত ১০ বছরে বুঝে গেছেন রাজনীতি তাঁর জন্য নয়। আর সেটা অনুধাবন করেই রাজনীতি থেকে সরে দাঁড়ালেন বাইচুং ভুটিয়া। মঙ্গলবার সন্ধেয় তিনি রাজনীতিকে বিদায় জানানোর কথা ঘোষণা করলেন।

খেলা ছাড়ার পর ১০ বছর আগে রাজনীতিতে যোগ দিয়েছিলেন বাইচুং ভুটিয়া। প্রথমে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে দার্জিলিং কেন্দ্রে ভোটে দাঁড়িয়ে হেরে যান। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে শিলিগুড়ি আসনে অশোক ভট্টাচার্যর কাছে পরাজিত হন। এরপর তৃণমূল ছেড়ে সিকিমে ফিরে গিয়ে তৈরি হামরো সিকিম পার্টি নামে নতুন দল তৈরি করেন। ২০১৯ বিধানসভা নির্বাচনে গ্যাংটক ও তুমেন লিঙ্গি কেন্দ্রে লড়াই করে পরাজিত হন। এবছরও সিকিমের বরফুং কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে লড়াই করেছিলেন। এবারও হার। গত ১০ বছরে ৬ বার নির্বাচনে পরাজয় বাইচুংয়ের।

রাজনীতি তাঁর জন্য নয় বুঝেই সরে মঞ্চ থেকে সরে দাঁড়ালেন বাইচুং। তিনি বলেন, ‘‌রাজনীতির উদ্দেশ্য ভাল। কিন্তু ২০২৪ সালের নির্বাচনের ফলাফলের পরে আমি বুঝতে পেরেছি ভোট রাজনীতি আমার জন্য নয়। সব ধরনের নির্বাচনী রাজনীতি থেকে সরে যাচ্ছি। মিঃ পিএস তামাং এবং সিকিম ক্রান্তিকারি মোর্চাকে বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি। সিকিমের জনগণ তাদের ওপর আস্থা রেখেছে এবং আমি আশা করি এসকেএম সরকার জনগনের প্রতিশ্রুতি পূরণ করতে কাজ করবে।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!