Advertisement
  • দে । শ
  • নভেম্বর ২, ২০২২

সমীক্ষার ইঙ্গিত, ইসরাইলের কুরসিতে‌ ফিরছেন নেতানিয়াহু। সামনে কঠিন সমস্যা

৬১টি আসন পেতে পারেন ইসরায়লের প্রাক্তন প্রধানমন্ত্রী

আরম্ভ ওয়েব ডেস্ক
সমীক্ষার ইঙ্গিত, ইসরাইলের কুরসিতে‌ ফিরছেন নেতানিয়াহু। সামনে কঠিন সমস্যা

ইসরাইলের ভূতপূর্ব প্রধানমন্ত্রী নেতানিয়াহু আবার কুরসিতে‌ ফিরছেন। মঙ্গলবার বুথ ফেরত সমীক্ষায় দেখা গেছে তাঁর জয়ের সম্ভাবনা প্রবল। নিজেও বলেছেন, আমরা আবার ক্ষমতায়‌ ফিরছি। নেতানিয়াহু বিতর্কিত নেতা।এক টানা ১২বছর ক্ষমতায় ছিলেন। গত সংসদ নির্বাচনে হেরে গেলে ও তাঁর জনপ্রিয়তা কমেনি।

নেতানিয়াহুর আমলে মার্কিন ইসরাইলের সম্পর্ক আরও সুদৃঢ় হয়ে ওঠে। ইরানকে একতরফা ভাবে টার্গেট করেন তিনি। ক্ষমতাধর উপসাগরীয় দেশটিকে রুখতে আকাশ ও জলপথে হামলা  চালান। প্রতিবেশী আরব দেশগুলির সম্পর্ক যথাসম্ভব সহজ করে তুলতে আগ্রহী হয়ে ওঠেন।আরবরাও বুঝতে পারে ইসরাইলের অস্তিত্ব মেনে নেওয়া ছাড়া অন্য কোন ও বিকল্প নেই। নেতানিয়াহুর কৌশলের ভিত্তিতে পরবর্তী কালে সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি দেশের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হয়। কিন্তু ফিলিস্তিন সমস্যা এখনও বিরাট অন্তরায়। ট্রাম্পের আমলে ওয়েস্ট ব্যাংক , জর্ডনের বেশ কিছু এলাকাকে ইসরাইলের মানচিত্রের সঙ্গে জুড়ে দেওয়ার আগ্রাসী নীতি ঘোষণা করেছিলেন নেতানিয়াহু।

তেল আবিব থেকে রাজধানী জেরুজালেমে সরিয়ে নিয়ে আসায় তাঁর সিদ্ধান্তে শিলমোহর দিয়েছিল ট্রাম প্রশাসন। উগ্র ইহূদিবাদী নেতানিয়াহু র অঙ্গীকারে অতিউৎসাহের রসদ খুঁজে পেয়েছে। তাদের খোয়াব এবার দ্রুত পূরণের আশা দেখছেন অনেকেই।

নেতানিয়াহু আর তাঁর বিরোধীদের তফাৎ বেশি নয়। চূড়ান্ত ফলাফলের রায় উল্টে ‌যেতেও পারে। সমীক্ষায় সাধারণত‌ ভরসা থাকে ‌না ভোটারের। কাঙ্খিত ইচ্ছার ছবি ভোট সমীক্ষায় দেখতে চান প্রার্থী অথবা বিভিন্ন রাজনৈতিক ‌দল। সমীক্ষার প্রবণতা দেখে দলের কর্মীও সমর্থকদের উত্তেজিত ও উৎসাহিত করতে থাকেন নেতারা। নেতানিয়াহুও ব্যাতিক্রম নন। বলেছেন, আমরা জয়ের প্রান্তে ‌এসে‌ পৌঁছেছি। ‌ ইসরাইলি সংবাদ মাধ্যমের ইঙ্গিত ‌নেতানিয়াহুর দল ১২০ আসনের মধ্যে ৬০ থেকে ৬১ আসন‌ে জয় পেতে পারে। অর্থাৎ অন্যান্য ছোট ছোট দলের সমর্থন জোগাড় করে সংখ্যালঘু সরকার গড়তে হবে প্রাক্তন প্রধানমন্ত্রীকে। শক্তিশালী সরকার গঠন সম্ভব নয়।

আর এখনেই তাঁর রাজনৈতিক ‌বিপদ বাড়তে পারে।গাঁজা আর ওয়েস্ট ব্যাংকে ইসরাইলের মানচিত্রের সঙ্গে জুড়ে দেওয়ার আগ্রাসী মনোভাব থমকে গেলে অবাক হওয়ার অন্য কোন ও কারণ থাকবে না। আরেকটি কথা, এই ইস্যুতে আমেরিকা শেষ পর্যন্ত ইসরাইলের পাশে থাকবে না। ইউরোপীয় ইউনিয়ন ও সমর্থন করবে না। পরিকল্পনা ভেস্তে যাওয়ার সম্ভাবনা বিস্তর।অতএব নেতানিয়াহুর হারানো জনপ্রিয়তা ফিরে আসবে, এরকম আশা দুরাশার ভেতরে আটকে পড়া অসম্ভব নয়।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!