- এই মুহূর্তে দে । শ
- জুন ১২, ২০২৩
ভ্যাকুয়াম ক্লিনার বিক্রেতা থেকে ইতালির প্রধানমন্ত্রী, ৮৬তেই পুতিন বন্ধু বার্লুস্কোনির বর্ণময় জীবনের সমাপ্তি

ইতালির প্রাক্তন প্রধানমন্ত্রী সিলভিও বার্লুস্কোনির জীবনাবসান ঘটেছে। বয়স হয়েছিল ৮৬ । লিউকেমিয়ায় ভুগছিলেন দীর্ঘদিন। সম্প্রতি ফুসফুসের সংক্রমণ নিয়ে মিলানের সান রাফায়েল হাসপাতালে তিনি ভর্তি হন। সেখানেই সোমবার সকালে তাঁর মৃত্যু হয়। তাঁর প্রয়াণে ইতালির রাজনীতির জগতে নেমে এসেছে শোকের ছায়া।
ফোরজা ইতালিয়া নামক দলের প্রধান ছিলেন বেরলুসকোনি।সেদেশের বর্তমান প্রধানমন্ত্রী জরজা মেলানির নেতৃত্বাধীন জোট সরকারের শরিক তাঁর দল। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যে দেশের রাজনীতিবিদরা।
বার্লুস্কোনি ইতালির প্রখ্যাত এক ধনকুবের ও গণমাধ্যমের মালিক। নব্বইয়ের দশকের শুরুতে রাজনীতিতে আসেন। ১৯৯৪ সালে প্রথম ইতালির প্রধানমন্ত্রী হন। তারপর থেকে ২০১১ পর্যন্ত মোট চারটি সরকারের নেতৃত্ব দেন। অনেকে বলেন, তাঁর সময়কালে ইতালির অর্থনীতির এক স্বর্ণোজ্জ্বল অধ্যায়। যদিও বিতর্ক তাঁর পিছু ছাড়েনি। কর নিয়ে কারচুপি, জ্বালানি কেলেঙ্কারি সহ একাধিক মামলায় জড়িয়ে পড়ে ছিলেন।পরে, প্রমাণাভাবে ছাড়া পেয়ে যান।
২০১৯ সালে নির্বাচনে জিতে সেনেটের সদস্যপদ লাভ করেছিলেন। সাম্প্রতিক কয়েকবছরে মূল ধারার রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নেন। তবে গত বছর, ইউক্রেন যুদ্ধের সূচনায় দেশের সমস্ত রাজনীতিকদের মতের বিরুদ্ধে গিয়ে তিনি তাঁর বরাবরের বন্ধু ভ্লাদিমির পুতিনকেই সমর্থন করে আবার রাজনীতির পাদপ্রদীপে আসেন।
বেরলুসকোনির জন্ম ১৯৩৬ সালে মিলানে। ভ্যাকুয়াম ক্লিনারের ফেরি করেই কর্মজীবনের শুরু । পরে গড়ে তোলেন একটি আবাসন সংস্থা। পরবর্তীকালে কয়েকটি টিভি চ্যানেল কিনে নেন তিনি। যা তাঁকে ইতালির সেরা ধনকুবেরের তালিকায় নিয়ে চলে আসে। ব্যক্তিগত জীবনে সদা হাস্যময় ব্যক্তিটির ব্যক্তিগত জীবনেও নানা ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে গেছে। দুবার বিয়ে করেছিলেন, বিচ্ছেদে হয়েছে দুবারই। এ মুহুর্তে তাঁর রয়েছে পাঁচ সন্তান। পিতার প্রয়াণে প্রত্যেকেই শোকস্তব্ধ। সহমর্মী তাঁর আত্মীয়স্বজন ও অনুরাগীরা।
❤ Support Us