- এই মুহূর্তে
- নভেম্বর ২৯, ২০২২
নিথর দেহে লাল পতাকার আবেগ। মানব মুখোপাধ্যায়কে সশ্রদ্ধ বিদায়।

বাম আমলের ডাকসাইটে ছাত্র নেতা ও মন্ত্রী মানব মুখোপাধ্যায় প্রয়াত। বয়স হয়েছিল ৬৭। কলকাতার মল্লিকবাজারের এক বেসারকারি হাসপাতালে অসুস্থ মানবের অসুস্থ মানবের চিকিৎসা চলছিল।মঙ্গলবার চিকিৎসা চলছিল। মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়। মানব মুখার্জির প্রায়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শোকবার্তায় বলেছেন, বাম আমলে তিনি দীর্ঘদিন রাজ্য সরকারের একাধিক দফতরের মন্ত্রী ছিলেন ।
মঙ্গলবার হাসপাতাল থেকে তাঁর মরদেহ পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হয়। আজ বুধবার সকালে সেখান থেকে বেলেঘাটা জোন অফুস হয়ে মরদেহ নিয়ে যাওযা হবে সিপিআইএম রাজ্য ও জেলা দফতরে।ওখানেই তাঁকে শ্রদ্ধা জানান সিপিএম এর সর্বস্তরের নেতা কর্মীরা। সেখান থেকেই শোক মিছিল করে তাঁর দেহ দান করা হবে কলকাতা মেডিক্যাল কলেজে। সম্প্রতি, মানবের মস্তিস্কে দুবার রক্তক্ষরণ হয়েছিল। প্রথমবার খানিকটা সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। কথাবার্তা বলতে অসুবিধা হচ্ছিল। দ্বিতীয়বারের মস্তিস্কের রক্তক্ষরণে গভীর সঙ্কট দেখা হেয়। চিকিৎসকরা তাঁকে সুস্থ করে তুলতে দলবদ্ধভাবে প্রচেষ্টা চালান। শেষরক্ষা হল না। ইহ জাগতিকতার অবসান ঘটিয়ে চির নৈশব্দের জগতে চলে গেলন সুবক্তা, কর্মদ্যোমী মানুষ।প্রিয় সহযোগীকে হারিয়ে অশ্রুময় হয়ে উঠলেন বিমান বসু, মহম্মদ সেলিম।তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি তাঁর শোকবার্তায় বলেছেন, রাজনৈতিক জগতে বড়ো ক্ষতি। মানব মুখার্জির পরিবারবর্গ ও তাঁর অনুরাগীদের আমরা আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
ছাত্র আন্দোলন আর যুব আন্দোলনে মানবের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বালক বয়স থেকে ছাত্র রাজনীতির শুরু। পরে যুব আন্দোলনের সক্রিয় কর্মী। বেলেঘাটা থেকে প্ৰথম বিধায়ক নির্বাচিত হন ১৯৯১ সালে। ২০১১ সাল পর্যন্ত বিধায়কের দায়িত্ব সামলেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, দলের পূর্বতন রাজ্য সম্পাদক অনিল বিশ্বাসের স্নেহধন্য মানব দুবার বুদ্ধদেবের মন্ত্রিসভার সদস্য ছিলেন। প্রথমে তথ্য ও প্রযুক্তি, পরে পর্যটন দফতরের।২০১১ সালের পর তাঁর কর্মকান্ড ধীরে ধীরে কমে আসে। এবার পুরোপুরি থমকে গেল ইহযাত্রা।
❤ Support Us