Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • নভেম্বর ৪, ২০২২

‌ইমরানের অবস্থা স্থিতিশীল। চারিদিকে তীব্র প্রতিক্রিয়া, অভিযোগের আঙুল শেহবাজের দিকে

আরম্ভ ওয়েব ডেস্ক
‌ইমরানের অবস্থা স্থিতিশীল। চারিদিকে তীব্র প্রতিক্রিয়া, অভিযোগের আঙুল শেহবাজের দিকে

বৃহস্পতিবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদের আল্লাহওয়ালা চকে র‌্যালি চলার সময় আততায়ীর হাতে গুলিবিদ্ধ হন ইমরান খান । লাহরের শকওকত খানম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় তাঁকে । চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর আবস্থা এখন স্থিতিশীল।
ইমরান খানকে হত্যার চেষ্টার পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। এই হত্যার চক্রান্তের সঙ্গে নাকি যুক্ত পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ হোসেন । এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী রানে সালাউল্লাহ এবং পাকিস্তানের মেজর জেনারেল ফয়জন নাসিরের নামও উঠে আসছে । এই তিনজন মিলেই নাকি ইমরান খানকে হত্যার চেষ্টা করা করেছিলেন বলে জানিয়েছিলেন তাঁর বিশেষ উপদেষ্টা রউফ হোসেন।

আততায়ী নিজে দাবি করেছিলেন তিনি খুন করতে চেয়েছিলেন ইমরান খানকে। সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এদিকে আবার প্রকাশ্যে আসতে শুরু করেছে আরেকটি চাঞ্চল্যকর তথ্য। তাতে জানা গিয়েছে পাক প্রধানমন্ত্রী শাহবাজ হোসেনের নাম। ইমরান খানের উপদেষ্টা রাউফ হোসেন ভারতীয় এক টেলিভিশন চ্যানেলকে বলেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, রানে সালাউল্লাহ এবং মেজর জেনারেল ফয়জন নাসির মিলেই ইমরান খানকে হত্যার পরিকল্পনা করেছে। এই তিনজনকে অবিলম্বে পদ থেকে সরানোর দাবিও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েক মাস ধরে পাক সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেছিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। বেআইনি ভাবে তাঁকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

কেন ইমরানকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল, সেই ব্যাপারে ধৃত অভিযুক্ত বলে, ‘‌আমি শুধু ইমরান খানকে হত্যা করতে এসেছিলাম। ওকে হত্যা করতে চেয়েছিলাম, কারণ ইমরান মানুষকে বিভ্রান্ত করছে। আমি এটা মেনে নিতে পারিনি।

এদিকে ইমরানের ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, অ্যান্টনি জে ব্লিঙ্কেন। তিনি বলেছেন, ‘‌রাজনীতিতে হিংসার কোনও স্থান নেই। আমরা সব পক্ষকে হিংসা, হয়রানি এবং ভয় দেখানো থেকে বিরত থাকার আহ্বান জানাই। ‌তিনি আরও বলেছেন, ‘‌একটি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পাকিস্তানের প্রতি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ।  আমরা পাকিস্তানি জনগণের সাথে দাঁড়াচ্ছি।’‌ তিনি মৃতদের প্রতি শোক প্রকাশ করেছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, অন্যান্য দেশও এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে  বলেছে যে তারা, নিরাপত্তা ও উন্নয়ন প্রক্রিয়ার জন্য সমস্ত হুমকির বিরুদ্ধে পাকিস্তানের জনগণের সাথে আছে।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও ইমরানের ওপর গুলি চালানোর ঘটনার তীব্র নিন্দা করেন। শেহবাজ বলেন, ‘‌পিটিআই চেয়ারম্যান ইমরান খানের উপর গুলি চালানোর ঘটনার তীব্র নিন্দা করছি । আমি ঘটনার বিষয়ে তদন্তের জন্য  স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছি।’‌
এদিকে, পাকিস্তান ইলেকট্রনিক অ্যান্ড মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা) ইমরান খানের ওপর হামলার পর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা আসাদ উমরের মন্তব্য সম্প্রচার বন্ধ করাও জন্য নিউজ চ্যানেলগুলিকে নির্দেশ দিয়েছে। উমর পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইএসআইয়ের একজন শীর্ষ জেনারেল ও শেহবাজ শরিফকে দোষারোপ করেছিলেন বলে জানা গেছে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!