Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ১১, ২০২৩

অবশেষে পদত্যাগ করতে বাধ্য হলেন চুম্বন কান্ডে বিতর্কে জড়িয়ে পড়া রুবিয়ালেস

আরম্ভ ওয়েব ডেস্ক
অবশেষে পদত্যাগ করতে বাধ্য হলেন চুম্বন কান্ডে বিতর্কে জড়িয়ে পড়া রুবিয়ালেস

নিজের অবস্থানে আর অনড় থাকতে পারলেন না চুমু বিতর্কে জড়িয়ে পড়া স্প্যানিশ ফুটবল ফেডারেশন সভাপতি লুইস রুবিয়ালেস। চাপের মুখে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হলেন তিনি। স্প্যানিস ফুটবলের ভারপ্রাপ্ত সভাপতি পেদ্রো রোচার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন রুবিয়ালেস। উয়েফার কার্যনির্বাহী সহ–সভাপতির পদ থেকেই সরে দাঁড়িয়েছেন তিনি।
মহিলা বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে বিশ্বকাপজয়ী স্পেনের ফুটবলার হেনি হারমোসোর ঠোঁটে চুমু খান লুইস রুবিয়ালেস। তাঁর চুমু খাওয়ার ঘটনা নিয়ে ফুটবল বিশ্ব তোলপাড় হয়ে ওঠে। হারমোসো অভিযোগ করেন, তাঁর ইচ্ছার বিরুদ্ধেই চুমু খেয়েছিলেন রুবিয়ালেস। এরপর রুবিয়ালেসের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া নেওয়া হয়। হারমোসাও তাঁর বিরুদ্ধে মামলা করেন। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কর্তারা তাঁকে পদত্যাগ করার জন্য চাপ দেন। স্পেনের মহিলা ফুটবলারদের অ্যাসোসিয়েনের পক্ষ থেকেও পদত্যাগ দাবি করা হয়। এরপর ফিফা রুবিয়ালেসকে নির্বাসিত করে। তাঁকে পদত্যাগের জন্য চাপ দেওয়া হলেও রুবিয়ালেস পদত্যাগ করতে অস্বীকার করেন। এতদিন পর্যন্ত নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। অবশেষে পদত্যাগ করতে বাধ্য হলেন রুবিয়ালেস।
পদত্যাগের সিদ্ধান্ত প্রসঙ্গে রুবিয়ালেস বলেন, ‘‌বাবা ও মেয়ের সঙ্গে কথা বলে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। ওরা জানে, বিষয়টা আমাকে নিয়ে নয়। কয়েকজন বন্ধুও আমাকে নিজের মর্যাদার ওপর মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছে।’‌ তিনি আরও বলেন, ‘‌সত্যের ওপর আমার আস্থা রয়েছে। এই লড়াইয়ে জেতার জন্য আমি নিজের শক্তি অনুযায়ী সবকিছু করব। আমার মেয়ে, পরিবার এবং যারা আমাকে ভালবাসে তারা সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে।’‌ তিনি পদত্যাগ করায় মরক্কো, পর্তুগাল ও স্পেনের সঙ্গে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের যে পরিকল্পনা চলছিল, তা ত্বরান্বিত হবে বলে মনে করেন রুবিয়ালেস।
চুমু কান্ডে রুবিয়ালেসের বিরুদ্ধে দেশের অ্যাটর্নি জেনারেলের অফিসে গিয়ে মামলা করেছেন হেনি হারমোসো। তাঁর অভিযোগের ফলে রুবিয়ালেসকে ফৌজদারি মামলার মুখোমুখি হতে হবে। এর মধ্যেই ছাঁটাই করা হয়েছে রুবিয়ালেসের কাছের স্পেনকে বিশ্বকাপ জেতানো ৪২ বছর বয়সী কোচ হোর্হে ভিলদাও। যদিও তাঁকে বরখাস্তের কারণ জানানো হয়নি। ভিলদাও–র পরিবর্তে মহিলা কোচ নিযুক্ত করা হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!