- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ১৩, ২০২৪
রাজারহাটে নিজের অ্যাকাডেমি উদ্বোধন যুবরাজের, ভবিষ্যতে কোচিংয়ে আসার ইচ্ছেও
তাঁর সমসাময়িক বেশ কয়েকজন ক্রিকেটার যেমন সৌরভ গাঙ্গুলি, আশিস নেহরা, জাহির খান, গৌতম গম্ভীররা ইতিমধ্যেই পেশাদার কোচিংয়ে পা রেখেছেন। ভবিষ্যতে তিনিও কোচিংয়ে আসতে চান। শনিবার কলকাতায় নিজের অ্যাকাডেমির উদ্বোধন এসে একথাই জানিয়ে গেলেন দেশের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং।
মার্লিন গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে রাজারহাটে তৈরি করেছেন ‘যুবরাজ সিং সেন্টার অফ এক্সেলেন্স’। শুক্রবার আনুষ্ঠানিকভাবে নিজের সেই ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধন করেন যুবরাজ। অ্যাকাডেমির উদ্বোধনের পর তিনি বলেন, ‘এই মুহূর্তে আমার দুটি বাচ্চা খুবই ছোট। ওদের সময় দিতে চাই। তাই এখনই কোচিংয়ে আসার কোনও পরিকল্পনা নেই। ওরা বড় হওয়ার পর কোচিংয়ে আসার পরিকল্পনা রয়েছে। আইপিএলেও কোচিং করাতে চাই। তবে এই মুহূর্তে ছোটদের নিয়ে আমি কাজ করতে ভালোবাসি।’
তিনি যখন ছোট ছিলেন সেভাবে ক্রিকেটীয় পরিকাঠামো ছিল না। না ছিল বোলিং মেশিনের সুবিধা, না ছিল ভাল ইনডোর স্টেডিয়াম। ২২ গজ, আউট ফিল্ডের অবস্থাও ছিল খুবই খারাপ। এখন পরিকাঠামো অনেকটাই উন্নত হয়েছে। নিজের অ্যাকাডেমিতে শিক্ষার্থীদের ভাল পরিকাঠামো দিতে চান। এই প্রসঙ্গে যুবরাজ বলেন, ‘আমার অ্যাকাডেমিতে ইনডোর, বোলিং মেশিন, আউটডোর, জিম, রিহাব সেন্টারের পাশাপাশি থাকারও ব্যবস্থা রয়েছে। আমি সেরা পরিকাঠামো দিতে চাই।’
১৪ মাস পর আবার দেশের হয়ে টি২০ ক্রিকেটে খেলছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এবছর টি২০ বিশ্বকাপে খেলার পরিকল্পনা রয়েছে এই দুই ক্রিকেটারের। এই নিয়ে নানারকম চর্চা চলছে। অনেকেই চান রোহিত ও কোহলির তরুণদের জন্য জায়গা ছেড়ে দেওয়া উচিত। এই প্রসঙ্গে যুবরাজ বলেন, ‘কোহলি ও রোহিত তিন ফরম্যাটে খেলে বলেই এক বছরও বেশি সময় পর দেশের হয়ে টি২০ খেলছে। তিন ধরনের ফরম্যাটে খেলাটা খুবই ক্লান্তির। নিজেদের ফিটনেসের দিকে নজর রাখতে হয়। ওরা সব ফরম্যাটেই সেরা ক্রিকেটার। সুতরাং দেশের হয়ে দীর্ঘদিন টি২০ ক্রিকেট না খেললেও কোনও সমস্যা হবে না।’
সৌরভ গাঙ্গুলি, মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দীর্ঘদিন খেলেছেন যুবরাজ। দুজনই দেশের সেরা অধিনায়ক। এদের জন্য যুবরাজের সুযোগ হয়নি দেশকে নেতৃত্ব দেওয়ায়। এই নিয়ে অবশ্য যুবরাজের কোনও আক্ষেপ নেই। তবে বেশি টেস্ট খেলতে না পারার আক্ষেপ থেকেই গেছে। তিনি বলেন, ‘আরও বেশি টেস্ট খেলতে পারলে ভাল লাগত। আমার এই একটা আক্ষেপই সারা জীবন তাড়া করে নিয়ে বেড়াবে। আমি ৪৫ টা টেস্টে দ্বাদশ ব্যক্তি ছিলাম।’
❤ Support Us