Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ৮, ২০২২

অর্শদীপের মধ্যে জাহির খানের ছায়া খুঁজে পেলেন পাকিস্তানের প্রাক্তন উইকেটকিপার

আরম্ভ ওয়েব ডেস্ক
অর্শদীপের মধ্যে জাহির খানের ছায়া খুঁজে পেলেন পাকিস্তানের প্রাক্তন উইকেটকিপার

পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ক্যাচ মিস করার জন্য সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল অর্শদীপ সিংকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে ছন্দে ফিরেছেন। তাঁর বিধ্বংসী স্পেলে সিরিজের প্রথম ম্যাচে পুড়ে ছারখার হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তারপর থেকেই প্রশংসায় ভেসে যাচ্ছেন অর্শদীপ সিং। কামরান আকমল অর্শদীপকে জাহির খানের সঙ্গে তুলনা করেছেন। তাঁর মধ্যে জাহির খানের ছায়া দেখতে পেয়েছেন।

পাকিস্তানের প্রাক্তন উইকেটকিপার কামরান আকমল অর্শদীপ সিংয়ের প্রশংসা করে বলেছেন, ‘‌অর্শদীপ  অবিশ্বাস্য বোলার। আমার মনে হয় ভারতীয় দল পরবর্তী জাহির খানকে খুঁজে পেয়েছে। অর্শদীপের বলে গতি ও সুইং দুই আছে। বুদ্ধিমত্তার সঙ্গে বোলিং করে। মানসিকভাবেও দারুণ শক্তিশালী। নিজের দক্ষতা সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। পরিস্থিতি অনুযায়ী সেগুলো ব্যবহার করে।’‌ তিনি আরও বলেন, ‘‌অর্শদীপের বোলিংয়ে বুদ্ধিমত্তা এবং পরিপক্কতার ছাপ রয়েছে, যা ভারতীয় দলের কাছে সম্পদ। প্রথম ম্যাচে রিলে রসৌকে উইকেটের পেছনে তুলে নিয়েছিল, কুইন্টন ডিকককে বোল্ড করে। কিন্তু ওর সেরা উইকেট ছিল ডেভিড মিলার। দুর্দান্ত ইংসুইঙ্গারে মিলারের স্টাম্প ছিটকে দিয়েছিল। তরুণ হলেও বুদ্ধিমত্তার সঙ্গে বোলিং করছে। জাহির খানের পর ভারতের এইরকম একটা বাঁহাতি বোলার দরকার ছিল। অর্শদীপ জাহিরের কথা মনে করিয়ে দিল।’‌

এশিয়া কাপে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি অর্শদীপ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল। সিরিজ চলাকালীন জাতীয় ক্রিকেট অ্যাকাদেমিতে রিহ্যাবে ছিলেন। বিশ্রাম দারুণ কাজে দিয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচ সিরিজের প্রথম টি২০ ম্যাচে বুধবার তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অর্শদীপ সিং আগুন ঝড়িয়েছিলেন। ২৩ বছর বয়সী এই বাঁহাতি পেসার প্রথম ওভার থেকেই দুর্দান্ত বোলিং করেছিলেন। ম্যাচে তিনটি উইকেট তুলে নিয়েছিলেন অর্শদীপ। দুরন্ত প্রথম স্পেলের জন্য ম্যাচের সেরার পুরস্কার জিতেছিলেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!