Advertisement
  • ন | গ | র | কা | হ | ন
  • ফেব্রুয়ারি ১, ২০২৩

ববিতা ভোগাটকে তদারকি কমিটিতে অন্তর্ভুক্ত করেছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক

আরম্ভ ওয়েব ডেস্ক
ববিতা ভোগাটকে তদারকি কমিটিতে অন্তর্ভুক্ত করেছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক

ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগের তদন্তের জন্য তদারকি কমিটি গঠন করেছিল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর গত সোমবার তদারকি কমিটির ৫ সদস্যের নাম ঘোষণা করেছিলেন। সেই কমিটির নেতৃত্বে ছিলেন বক্সার মেরি কম। প্রতিবাদী কুস্তিগীররা দাবি করেছিলেন তদারকি কমিটিতে তাঁদের পছন্দের একজনকে রাখতে হবে। প্রতিবাদী কুস্তিগীরদের দাবিকে মান্যতা দিয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক কুস্তিগীর ববিতা ভোগাটকে তদারকি কমিটিতে অন্তর্ভুক্ত করেছে।
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারতের কুস্তি ফেডারেশনের বিরুদ্ধে অভিযোগের তদন্তের জন্য যে তদারকি কমিটি গঠন করা হয়েছে, সেই তদারকি কমিটির প্যানেলে ‌কুস্তিগীর ববিতা ভোগাটকে যুক্ত করা হয়েছে। এই তদারকি কমিটি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্তা, হয়রানি ভীতি প্রদর্শন, আর্থিক অনিয়ম, জাতীয় কুস্তি ফেডারেশনের প্রশাসনিক ত্রুটির অভিযোগের তদন্ত করছে।’ ববিতা হলেন তদারকি কমিটির ষষ্ঠ সদস্য। তিনি ছাড়াও বাকি পাঁচ সদস্য হলেন অলিম্পিকে পদকজয়ী বক্সার মেরি কম, প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়ার তৃপ্তি মূরগুন্ডে, রাধিকা শ্রীমান, সাইয়ের প্রাক্তন নির্বাহী পরিচালক এবং টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিমের প্রাক্তন সিইও রাজেশ রাজা গোপালন।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন কুস্তিগীর ভিনেশ ফোগাট। ব্রিজ ভূষণ শরণ সিংকে ফেডারেশনের প্রেসিডেন্টের পদ থেকে সরানো এবং তাঁর বিরুদ্ধে তদন্তের দাবিতে ১৮ জানুয়ারি থেকে দিল্লির যন্তর মন্তরে অবস্থান করছিলেন কুস্তিগীররা। ২০ জানুয়ারি ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে বৈঠকের পর তাঁরা প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার করে নেন। সেই বৈঠকে অনুরাগ ঠাকুর ঘোষণা করেছিলেন যে, তদারকি কমিটি গঠন করা হবে। কিন্তু অনুরাগ ঠাকুর যখন তদারকি কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন, তখন সেই নামে সন্তুষ্ট হননি কুস্তিগীররা। তাঁরা নিজেদের পছন্দের একজনকে কমিটিতে চেয়েছিলেন। নিজেদের মধ্যে বৈঠকের পর কুস্তিগীররা ক্রীড়া মন্ত্রকের কাছে বেশ কয়েকটা নাম পাঠিয়েছিলেন। যার মধ্যে ববিতা ফোগাট ছিলেন। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক শেষ পর্যন্ত তাঁকেই বেছে নিয়েছে।


  • Tags:

Read by: 97 views

❤ Support Us
Advertisement
homepage billboard publication
Advertisement
homepage billboard publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!