- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ৬, ২০২৪
রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার জন্য শোকজ, রেলের চাকরিতে ইস্তফা দিয়ে কংগ্রেসে যোগ দিলেন ভিনেশ, সঙ্গে বজরংও
কদিন ধরেই শোনা যাচ্ছিল রাজনীতিতে নামতে চলেছেন দুই কুস্তিগির ভিনেশ ফোগাট ও বজরং পুনিয়া। যোগ দিতে পারেন কংগ্রেসে। রাজনীতিতে নামার ইঙ্গিতটা স্পষ্ট হয়েছিল আজ দুপুরেই। যখন রেলের চাকরি থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। রেলের চাকরি থেকে ইস্তফা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিলেন ভিনেশ ফোগাট। সঙ্গে বজরং পুনিয়াও। এই দুই কুস্তিগির কংগ্রেসে যোগ দিতেই কটাক্ষ বিজেপির।
ভারতীয় রেলে চাকরি করতেন ভিনেশ ফোগাট। শুক্রবার দুপুরের আগেই তিনি রেলের চাকরি থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন। নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভিনেশ লেখেন, ‘জীবনের এক সন্ধিক্ষণে এসে পৌঁছেছি। আমি নিজেকে রেল পরিষেবা থেকে আলাদা করার সিদ্ধান্ত নিয়েছি এবং ভারতীয় রেলওয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি।’ ভারতীয় রেলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভিনেশ আরও লেখেন, ‘জাতির সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমি ভারতীয় রেলওয়ে পরিবারের কাছে আজীবন কৃতজ্ঞ থাকব।’
রেলের চাকরি থেকে পদত্যাগ করার পর শুক্রবার দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে গিয়ে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান করেন ভিনেশ ফোগাট ও বজরং পুনিয়া। কংগ্রেস শীর্ষনেতা কেসি বেনুগোপাল দুই কুস্তিগিরকে তাঁদের স্বাগত জানান। ভিনেশ ও বজরংকে দলে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘আমাদের জন্য একটা বড় দিন, একটা গর্বের মুহূর্ত। এই দুই ক্রীড়াবিদ কংগ্রেস দলে যোগ দিচ্ছেন। এই দুই কুস্তিগির নিজেদের ওপর অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনে সোচ্চার হননি, তাঁরা কৃষকদের আন্দোলনে সামিল হয়ে পাশে থেকেছেন।
দুদিন আগেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গন্ধীর সঙ্গে দেখা করেছিলেন ভিনেশ ফোগাট ও বজরং পুনিয়া। রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার জন্য ভারতীয় রেলের পক্ষ থেকে ভিনেশ ফোগাটকে শোকজ করা হয়। এই ব্যাপারে কংগ্রেস নেতা কেসি বেনুগোপাল বলেন, ‘ভিনেশ ফোগাট রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন। তাঁর একমাত্র অপরাধ ছিল রাহুল গান্ধীর সাথে দেখা করা। রেলওয়েকে অনুরোধ করব, রাজনীতি করবেন না, ভিনেশ ফোগাটকে মুক্তি দেওয়ার আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করুন।’
কংগ্রেসে যোগদানের পরে ভিনেশ ফোগাট বলেন, ‘আমাদের কুস্তি যাত্রায় সমর্থন করার জন্য আমি দেশের মানুষকে ধন্যবাদ জানাতে চাই। আমি কংগ্রেস দলকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের যখন রাস্তায় টেনে আনা হচ্ছিল, তখন বিজেপি ছাড়া সব দলই আমাদের সঙ্গে ছিল। তারা আমাদের কষ্ট বুঝতে পেরেছিল। আমি খুব গর্বিত বোধ করছি যে, আমি এমন একটি দলে যোগ দিচ্ছি যে দল নারীদের প্রতি অত্যাচারের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত।’
বজরং পুনিয়া বলেন যে, তিনি কংগ্রেস দল এবং দেশকে শক্তিশালী করতে কঠোর পরিশ্রম করবেন। তিনি বিজেপিকেও নিশানা করেছেন, যারা মহিলাদের বিরুদ্ধে অত্যাচার করে তাদের সমর্থন করার অভিযোগ তুলেছে। বজরং বলেন, ‘বিজেপি আইটি সেল বলছে যে, আমরা শুধু রাজনীতি করতে চেয়েছিলাম। আমরা সমস্ত মহিলা বিজেপি সাংসদকে আমাদের পাশে দাঁড়ানোর জন্য চিঠি দিয়েছিলাম। কিন্তু তাঁরা পাশে দাঁড়াননি। কংগ্রেসসহ অন্যান্য সমস্ত দল আমাদের পাশে দাঁড়িয়েছে। আমরা কংগ্রেস দল এবং জাতিকে শক্তিশালী করার জন্য কঠোর পরিশ্রম করব। যেদিন ভিনেশ ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছিল সমগ্র দেশ খুশি ছিল। কিন্তু পরের দিন সবাই দুঃখ পেয়েছিল। সেই সময় একটা আইটি সেল আনন্দ উদযাপন করছিল।’
❤ Support Us