শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সপ্তাহখানেক আগেই গুজব উঠেছিল, মারা গেছেন হিথ স্ট্রিক। এবার আর গুজব নয়, সত্যি সত্যিই মারা গেছেন জিম্বাবোয়ের এই কিংবদন্তি ক্রিকেটার। ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র ৪৯ বছরেই মারা গেলেন স্ট্রিক। স্ট্রিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী নাদিনে। স্ট্রিকের মৃত্যুতে শোকাহত ক্রিকেটবিশ্ব। প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিরা শোকজ্ঞাপন করেছেন।
২৩ আগস্ট হিথ স্ট্রিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল। পরে স্ট্রিক সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছিলেন, তিনি বেঁচে আছেন। তবে লিভার আর কোলন ক্যান্সারের সঙ্গে লড়াই করে বেশি দিন বেঁচে থাকতে পারলেন না। স্ট্রিকের স্ত্রী নাদিনে ফেসবুক পোস্টে স্বামীর মৃত্যুর খবর নিশ্চিত করেন। পরে জিম্বাবোয়ের সংবাদমাধ্যম হেরাল্ডকে ছেলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন স্ট্রিকের বাবা ডেনিসও।
১৯৯৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় হিথ স্ট্রিকের। জিম্বাবোয়ের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত জিম্বাবোয়ের অধিনায়ক ছিলেন। ৬৫ টেস্ট ও ১৮৯টি একদিনের ম্যাচ খেলেছেন স্ট্রিক। টেস্টে তাঁর উইকেট ২১৬টি, একদিনের ম্যাচে ২৩৯টি। ব্যাট হাতে টেস্টে ১৯৯০ রান করেছেন। একদিনের ম্যাচে রান করেছেন ২৯৪৩। জিম্বাবোয়ের প্রথম ও একমাত্র বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ১০০ উইকেট নেন।
২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন স্ট্রিক। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কোচিংয়ে আসেন। ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্বে ছিলেন স্ট্রিক। এ ছাড়া জিম্বাবোয়ে, স্কটল্যান্ড, গুজরাট লায়ন্স ও কলকাতা নাইট রাইডার্সেরও কোচিং করিয়েছিলেন স্ট্রিক।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34