- Uncategorized দে । শ
- মে ১৫, ২০২৩
ইউক্রেনের অভিযোগ, হাসপাতালে ঝাঁপিয়ে পড়ল রুশ ক্ষেপণাস্ত্র, হত ৪, ক্ষয়ক্ষতি ব্যাপক
উদ্বেগজনক পরিস্থিতিতে ব্রিটেনে ঝটিকা সফরে জেলেনেস্কি। আরো অস্ত্র সাহায্যে রাজি ঋষি

ইউক্রেন অভিযোগ করেছে, রাশিয়ার মারাত্মক মিসাইল হানায় আবদিভকা শহরের এক হাসপাতালে অন্তত ৪ নিরীহ ব্যক্তির মূত্যু হয়েছে। হাসপাতালেরও ব্যাপক ক্ষতি হয়েছে। ভেঙে পড়েছে একাংশ । সংবাদ সংস্থা আলজাজিরা সূত্রে খবর, ইউক্রেনের সামরিক প্রধান বলেছেন, তাদের বিমান বাহিনী এই প্ৰথম দূর পাল্লার মিসাইল রুখতে সক্ষম হয়েছে ।
রুশ ইউক্রেন ক্রমশ আকাশ যুদ্ধে জড়িয়ে পড়ছে। সরাসরি ইউক্রেনের পাশে দাঁড়াচ্ছে ইউরোপের বহু দেশ এবং ন্যাটো। তারা কেবল নৈতিক সমর্থন দিচ্ছে না, অর্থ ও অস্ত্র জোগাচ্ছে। ন্যাটো নেতা মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যক্ষভাবে নেমে পড়েছে যুদ্ধে । ঠান্ডা লড়াই করেই সন্তুষ্ট নয় সে। ভাঙতে চাইছে রাশিয়ার মেরুদন্ড। ব্রিটেনও সেনা অস্ত্র পাঠিয়েছে। এরকম পরিস্থিতিতে ব্রিটেনে ঝড়ো সফরে ব্যস্ত জেলেনস্কি। ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে বৈঠকে বসে আরো বেশি সামরিক সাহায্য চেয়েছেন। ব্রিটেন কয়েকশ প্রতিরক্ষা মিসাইল আর দূর পাল্লার ড্রোন ইউক্রেনকে সরবারহ করতে রাজি হয়েছে।
যুদ্ধ যে দিকে মোড় নিচ্ছে, তাতে পরিণতি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে । দীর্ঘ মেয়াদি অথবা তূতীয় মহাযুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। রুশ ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পূর্ব পশ্চিম প্রায় দুই শিবিরে বিভক্ত। ভিয়েতনাম থেকে চিন, ইরান, কম্বোডিয়া সহ দক্ষিণ পূর্বের দেশ গুলি রাশিয়ার পাশে। দক্ষিণ এশিয়ার ভারত নিরপেক্ষ । তাঁর ঝোক রাশিয়া দিকে। এই মনোভাব বিশ্বের চতুর্থ সামরিক শক্তি কতদিন বহাল রাখবে, বলা মুশকিল।
❤ Support Us