Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • মে ১৭, ২০২২

ধক ধক : তাপসী পান্নুর প্রযোজনায় বাইকে সাওয়ার চার মহিলা

আরম্ভ ওয়েব ডেস্ক
ধক ধক : তাপসী পান্নুর প্রযোজনায় বাইকে সাওয়ার চার মহিলা

ফতিমা সানা শেখ, রত্না পাঠক শাহ, দিয়া মির্জা ও সঞ্জনা সাঙ্ঘী—চার অভিনেত্রী বাইকের সিটে। ছবি দেখেই বোঝা যায়, চারজনই রণং দেহি মেজাজে । ইদানীং বলিউডে মহিলাকেন্দ্রিক ছবির সংখ্যা বেড়েছে। এই ছবিও সেরকমই, সেটা ঘোষণা লগ্নেই স্পষ্ট । নায়িকা তাপসী পান্নুর প্রযোজনা সংস্থা আউটসাইডার ফিল্মসের সঙ্গে গাঁটছড়া বেঁধে তৈরি করতে চলেছে এই নতুন ছবিটা । নাম ‘ধক ধক’। ছবিটি পরিচালনা করবেন তরুণ দুদেজা। গল্পও চিত্রনাট্য লিখেছেন পারিজাত যোশি।

চিত্রনাট্য এগিয়ে চলবে চার মহিলার নতুন জায়গা আবিষ্কারের কাহিনি ঘিরে। এঁরা দৈনন্দিন জীবন থেকে বেরিয়ে বাইকে চেপে আবিষ্কার করতে চলেছেন নতুন জায়গা। তাপসী বলেছেন, রুচিসম্মত এবং বিনোদনমূলক ছবি দর্শকদের সামনে উপস্থাপনা করাই তাঁর সংস্থার উদ্দেশ্য। দর্শকরা নতুন কিছু চায়। তাই এই গল্পে এমন চারজন মানুষের সঙ্গে পরিচয় হবে দর্শকদের যা তাঁরা এর আগে কখনও পর্দায় দেখেন নি। এই চার মহিলা বুঝেছে স্বাধীনতা অর্জন করতে হয়, চাইলে পাওয়া যায় না। আগামী বছর ছবিটি সিনেমা হলে মুক্তি পাবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!