Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ১৮, ২০২৪

নাকের হাড় ভাঙল এমবাপের, অস্ট্রিয়ার বিরুদ্ধে জিতেও চিন্তা দিদিয়ের দেশঁর

আরম্ভ ওয়েব ডেস্ক
নাকের হাড় ভাঙল এমবাপের, অস্ট্রিয়ার বিরুদ্ধে জিতেও চিন্তা দিদিয়ের দেশঁর

অস্ট্রিয়াকে ১–০ ব্যবধানে হারিয়ে ইউরো কাপ অভিযান শুরু করেছে ফ্রান্স। জয়ের মাঝে বড় ধাক্কা কিলিয়ান এমবাপের চোট। নাকের হাড় ভেঙেছে এই ফরাসি তারকার। তবে এখনও অস্ত্রোপচারের প্রয়োজন নেই। ইউরো কাপে খেলতেও সমস্যা হবে না। এক বিশেষ ধরণের মাক্স পরে মাঠে নামবেন তিনি।
অস্ট্রিয়ার বিরুদ্ধে ম্যাচের ৯০ মিনিটে দূর্ঘটনা ঘটে। হেড করতে উঠে বিপক্ষের ডিফেন্ডার কেভিন দানসোর সঙ্গে সংঘর্ষে নাকে চোট পান এমবাপে। নাক দিয়ে গলগল করে রক্ত পড়তে থাকে। সঙ্গে সঙ্গে তাঁকে তুলে নেন কোচ দিদিয়ের দেশঁ। ম্যাচের পর রাতেই এমবাপেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক্স–রে করে দেখা যায় নাকের হাড় ভেঙেছে। চিকিৎসার পর রাতেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। পরে আবার পরীক্ষা করা হয়। চিকিৎসকরা মনে করছেন, এমবাপের নাকে অস্ট্রোপচারের প্রয়োজন নেই।
শুক্রবার হল্যন্ডের বিরুদ্ধে খেলতে নামবে ফ্রান্স। এই ম্যাচে এমবাপের খেলার সম্ভাবনা কম। একান্তই যদি খেলেন, সেক্ষেত্রে মাস্ক পরে খেলবেন। এমবাপের জন্য বিশেষ ধরণের মাস্ক তৈরি করা হচ্ছে। চিকিৎসার পর তিনি সেই মাস্ক পরে মাঠে নামতে পারেন। তবে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ ঝুঁকি নিতে রাজি নন। হল্যান্ডের বিরুদ্ধে এমবাপেকে মাঠে নামাতে চান না। দেশঁ বলেছেন, ‘‌এমবাপের নাকের অবস্থা ভাল নয়। এর পুরো ফিট হওয়ার অপেক্ষা করতে হবে। কতদিন সময় লাগে, সেটা দেখতে হবে।’‌
নাকে চোট পাওয়ার পরও খেলার চেষ্টা করেন এমবাপে। কিন্তু অস্বস্তি বোধ করায় মিনিট খানেক পর আবার বসে পড়েন। সময় নষ্ট করছেন, এই ভেবে রেফারি এমবাপেকে হলুদ কার্ড দেখান। এরপর তাঁকে তুলে নিয়ে অলিভিয়ের জিরৌদকে নামান ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ। ফ্রান্সকে অবশ্য লড়াই করে জিততে হয়েছে। ম্যাচের একমাত্র গোলটি আসে ৩৮ মিনিটে। এমবাপের শট বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই বল ঢুকিয়ে দেন অস্ট্রিয়ার ডিফেন্ডার ম্যাক্সিমিলান ওবার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!