- মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ১৯, ২০২৩
১৪ গোলের রেকর্ড ফ্রান্সের, ৩০০–র মাইলস্টোনে কিলিয়ান
২০২২ কাতার বিশ্বকাপে স্বপ্নপূরণ হয়নি কিলিয়ান এমবাপেদের। আর্জেন্টিনার কাছে ফাইনালে হেরে বিশ্ব চ্যাম্পিয়নের স্বপ্ন অপূর্নই থেকে গিয়েছিল। তবে এবছর বিশ্বকাপ এবং ইউরো কাপের বাছাই পর্বে দুর্দান্ত ছন্দে রয়েছে ফ্রান্স। শনিবার রাতে প্রতিযোগিতামূলক ফুটবলে রেকর্ড গড়ল। ইউরো কাপের বাছাই পর্বের ম্যাচে ১৪–০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে জিব্রাল্টারকে ভেঙে দিয়েছে জার্মানির রেকর্ড।
এর আগে প্রতিযোগিতামূলক ম্যাচে ইউরোপের দলগুলির মধ্যে সবথেকে বেশি ব্যবধানে জয়ের রেকর্ড ছিল জার্মানির। ২০০৬ সালে সান মারিনোর বিরুদ্ধে ১৩–০ ব্যবধানে জিতেছিল জার্মানি। সেই রেকর্ড এদিন জিব্রাল্টারের বিরুদ্ধে ভেঙে চুরমার করে দিল ফ্রান্স। এতদিন ফ্রান্সের সবথেকে বড় ব্যবধানে জয়ের রেকর্ড ছিল ১০–০। ১৯৯৫ সালে আজারবাইজানের বিরুদ্ধে এই ব্যবধানে জিতেছিল ফ্রান্স।
এই জিব্রাল্টার কিন্তু ভূমধ্যসাগরের আটলান্টিক মহাসাগরের সংযোগকারী সেই প্রণালী নয়। স্পেনের দক্ষিনে ছোট্ট একটা ভূখণ্ড। যদিও ফুটবলে একেবারেই নাম ডাক নেই ব্রিটিশের অধীনে থাকা এই উপনিবেশটির। এক কথায় বলতে গেলে ফুটবলের শিশু। ফিফা র্যাঙ্কিংয়ে রয়েছে ১৯৮ নম্বরে। ইউরো কাপের বাছাই পর্বে এইরকম দেশকে নিয়ে ছেলেখেলায় মেতে উঠেছিলেন ফ্রান্সের ফুটবলাররা। কিলিয়ান এমবাপে হ্যাটট্রিক করেন। তার মধ্যে একটা গোলা আসে পেনাল্টি থেকে। দুটি করে গোল করেন কিংসলে কোম্যান ও অলিভার জিরৌড। একটি করে গোল করেন মার্কাস থুরাম, ওয়ারেন জাইরে–এমেরি, জোনাথান ক্লাউস, ইউসুফ ফোফানা, আদ্রিয়ান রাবিও ও উসমান ডেম্বেলে।
এদিন হ্যাটট্রিক করার পথে ফুটবল জীবনে ৩০০ গোলের মাইলস্টোনে পৌঁছে গেলেন এমবাপে। আর ৪৬ গোল করে দেশের তৃতীয় সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি ছিনিয়ে নিয়েছেন। এমবাপের সামনে রয়েছেন থিওরি অঁরি। তিনি করেছেন ৫১ গোল এবং অলিভিয়ের জিরৌড করেছেন ৫৬ গোল।
❤ Support Us