Advertisement
  • দে । শ
  • নভেম্বর ১১, ২০২৩

ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে । গাজায় সামরিক নাগরিক হত্যা বন্ধে ইসরায়েলকে আহ্বান ম্যাক্রোঁর

আরম্ভ ওয়েব ডেস্ক
ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে । গাজায় সামরিক নাগরিক হত্যা বন্ধে ইসরায়েলকে আহ্বান ম্যাক্রোঁর

ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ ইসরায়েলকে গাজায় শিশু, নারী ও বয়স্ক লোকেদের হত্যা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। কারণ ইসরায়েল ফিলিস্তিনি  অসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য তার প্রধান মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক চাপের মধ্যে রয়েছে।

ত্রাণ সংস্থা ডক্টর্স উইদাউট বর্ডারস-এর কয়েক ঘণ্টা আগে ম্যাক্রোঁ তাঁর এই মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইসরায়েল বাহিনী ও হামাসের মধ্যে লড়াই চলাকালীন গাজা উপত্যকায় সবচেয়ে বড় হাসপাতাল আল শিফায় হামলার ফলে রোগী ও চিকিৎসা কর্মীদের নিয়ে তিনি অত্যন্ত উদ্বিগ্ন। গত শনিবার সকালে একটি অনলাইন বিবৃতিতে ম্যাক্রোঁ উল্লেখ করেন,  আল শিফা হাসপাতালের উপর নাটকীয় হালমা বেশ কয়েক ঘণ্টা ধরে তীব্রভাবে হয়েছে। এই হামলার কয়েক ঘণ্টা আগে হাসপাতালে তাদের স্বাস্থ্যকর্মীরা গিয়েছিলেন এবং তারা বিপর্যয়কর পরিস্থিতির কথা জানিয়েছেন।

ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দেওয়ার সময় এবং ইসরায়েলে গত ৭ অক্টোবর হামাস হামলার নিন্দা করে শুক্রবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেছিলেন, “বোমার হামলার কোনও যৌক্তিকতা নেই। যুদ্ধবিরতি ইসরায়েলকেই উপকৃত করবে। প্রথমে এই যুদ্ধের একটি মানবিক বিরতি ছাড়া অন্য কোনও বিকল্প নেই। যুদ্ধবিরতি সমস্ত সাধারণ নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করবে, কারণ সাধারণ মানুষদের সঙ্গে সন্ত্রাসবাদীদের কোনও সম্পর্ক নেই।”
ম্যাক্রোঁ বলেন, “এভাবে যুদ্ধ করে অসামরিক, সাধারণ মানুষ, শিশু, মহিলা, বৃদ্ধ,বৃদ্ধাদের উপর বোমা মেরে তাদের হত্যা করার কোনও কারণ নেই, তাই আমি ইসরায়েলকে থামতে আহ্বান জানিয়েছি।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!