Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ২০, ২০২২

‌বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকার মিস করে বর্ণ বৈষম্যের শিকার ফ্রান্সের কোম্যান ও চৌমেনি

আরম্ভ ওয়েব ডেস্ক
‌বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকার মিস করে বর্ণ বৈষম্যের শিকার ফ্রান্সের কোম্যান ও চৌমেনি

খেলার মাঠে বর্ণ বৈষম্যের ঘটনা প্রায়ই দেখা যায়। তবে খোলোয়াড়রা সাধারণত একে ওপরের বিরুদ্ধে বর্ণ বৈষম্যমূলক মন্তব্য খুবই কম করে থাকেন। যাবতীয় আক্রমণ ধেয়ে আসে সমর্থকদের দিক থেকেই। একটু এদিক ওদিক হলেই বিপদ। ২০২০ ইউরো কাপে ইতালির কাছে হারের পর বর্ণ বৈষম্যমূলক মন্তব্যের শিকার হতে হয়েছিল ইংল্যান্ডের তিন ফুটবলার মার্কাস র‌্যাশফোর্ড, বুকায়ো সাকা ও জর্ডন স্যাঞ্চোকে। এবার কাতার বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকার মিস করে বর্ণ বৈষম্যমূলক মন্তব্যের মুখে পড়লেন ফ্রান্সের কিংসলে কোম্যান এবং অরেলিয়ান চৌমেনি ।

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা এবং ফ্রান্সের ম্যাচে নির্ধারিত সময়ে ফল ছিল ২–২। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে মেসির গোলে ৩–২ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপের গোলে সমতা ফেরায় ফ্রান্স। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ফ্রান্সের হয়ে প্রথম শটে গোল করেন কিলিয়ান এমবাপে। মেসি ১–১ করেন। এরপর ফ্রান্সের হয়ে শট নিতে আসেন কিংসলে কোম্যান। তাঁর সেই শট ডান দিকে ঝাঁপিয়ে বাচিয়ে দেন আর্জেন্টিনার গোলকিপার মার্টিনেজ। ফ্রান্সের তৃতীয় শর্ট নিতে আসেন অরেলিয়ান চৌমেনি। তিনি বল বাইরে মারেন। টাইব্রেকার মিস করার পরেই সোশ্যাল মিডিয়ায় কোম্যান ও চৌমেনিকে কটূক্তির মুখে পড়তে হয়। ফ্রান্সের এই দুই ফুটবলারকে ঘিরে নানারকম বর্ণ বৈষম্যমূলক মন্তব্য করা হয়েছে।

কিংসলে কোম্যানের ক্লাব বায়ার্ন মিউনিখ তাঁর পাশে দাঁড়িয়েছে। কোম্যানের বিরুদ্ধে যে বর্ণ বৈষম্যমূলক মন্তব্য করা হয়েছে তার নিন্দা করে ক্লাবের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটা বার্তা পোস্ট করা হয়েছে। বায়ার্ন মিউনিখের পক্ষ থেকে সেই বার্তায় বলা হয়েছে, ‘‌এফসি বায়ার্ন পরিবার আপনার পিছনে আছে  খেলাধুলা কিংবা আমাদের সমাজে বর্ণ বৈষম্যের কোন স্থান নেই  আমরা সব সময় এই ধরনের ঘটনার নিন্দা করছি।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!