- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ৯, ২০২৩
ফরাসি ওপেনে সাবালেঙ্কাকে হারিয়ে অঘটন, ফাইনালে মুচোভা

ফরাসি ওপেনের মহিলা সিঙ্গলসে অঘটন। প্রথম সেমিফাইনালে দ্বিতীয় বাছাই আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠলেন অবাছাই ক্যারোলিনা মুচোভা। ফাইনালে তাঁর সামনে প্রতিযোগিতার শীর্ষ বাছাই ইগা সিয়াতেক। দ্বিতীয় সেমিফাইনালে তিনি হারিয়েছেন ব্রাজিলের বিট্রিজ হাদ্দাদ মাইয়াকে।
এই প্রথম কোনও গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে উঠলেন সিঙ্গলস ক্রমতালিকায় বিশ্বে ৪৩ নম্বরে থাকা মুচোভা। ৩ ঘণ্টা ১৩ মিনিটের ম্যারাথন লড়াইয়ে তিনি হারান চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন খেতাবজয়ী বেলারুশের সাবালেঙ্কাকে। প্রথম সেমিফাইনাল ম্যাচে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়। প্রথম সেট টাইব্রেকারে ৭-৬ (৭-৫) ব্যবধানে জিতে নেন মুচোভা। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান সাবালেঙ্কা। টাইব্রেকারে তিনি জেতেন ৭-৬ (৭-৫) ব্যবধানে। তৃতীয় সেটে একসময় ৫-২ ব্যবধানে এগিয়ে ছিলেন সাবালেঙ্কা। এই সময় তিনি বেশ কয়েকটা ভুল করেন। সেই ভুলের সুযোগ নিয়ে পরপর ৫টা গেম জিতে ফাইনালে পৌঁছে যান মুচোভা। তিনি তৃতীয় সেট জেতেন ৭-৫ ব্যবধানে।
ক্যারোলিনা মুচোভা ২০২১ সালে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠেছিলেন। ২০১৯ ও ২০২১ সালে উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেন। ২০২০ ইউএস ওপেনে তিনি চতুর্থ রাউন্ড পর্যন্ত উঠেছিলেন। এবার তাঁর সামনে কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয়ের হাতছানি।
দ্বিতীয় সেমিফাইনালে শীর্ষ বাছাই ইগা সিয়াতেক ৬-২, ৭-৬ (৯-৭) ব্যবধানে হারিয়েছেন ব্রাজিলের বিট্রিজ হাদ্দাদ মাইয়াকে। প্রথম সেটে মাইয়াকে দাঁড়াতেই দেননি সিয়াতেক। দ্বিতীয় সেটে অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়ান মাইয়া। সিয়াতেককে চ্যালেঞ্জের মুখে ফেলে দেন। একসময় ৩–২ ব্যবধানে এগিয়ে যান মাইয়া। এরপর ৩–৩ করেন সিয়াতেক। তারপর লড়াই জমে ওঠে। সিয়াতেক এগিয়ে গেলেও ৬–৬ করে ফেলেন মাইয়া। টাইব্রেকারে অবশ্য বাজিমাত করে সিয়াতেক। ৯–৭ ব্যবধানে জিতে ফাইনালে পৌঁছে যান।
❤ Support Us