- মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ১২, ২০২৩
নাদালকে টপকে ইতিহাসের পাতায় নাম লেখালেন জকোভিচ

ইতিহাসের পাতায় নাম লেখালেন নোভাক জকোভিচ। সবচেয়ে বেশি সংখ্যক গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়লেন এই সার্বিয়ান টেনিস তারকা। রাফায়েল নাদালের ২২ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড ভাঙার থেকে একধাপ দুরে ছিলেন। রবিবার ফরাসি ওপেনের ফাইনালে ক্যাসপার রুডকে হারিয়ে ২৩ বার গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড গড়লেন জকোভিচ। তিনি জেতেন ৭–৬ (৭–১), ৬–৩, ৭–৫ ব্যবধানে।
ফাইনালে জকোভিচের বিরুদ্ধে অবশ্য দারুণ শুরু করেছিলেন রুড। শুরুতেই নিজের সার্ভিস ধরে রেখে জকোভিচের সার্ভিস ভেঙে দেন। এরপর ৩–০ ব্যবধানে এগিয়ে যান রুড। ষষ্ঠ গেম থেকে নিজের ছন্দে ফিরে আসেন জকোভিচ। নিজের সার্ভিস ধরে রাখার পাশাপাশি সপ্তম গেমে রুডের সার্ভিস ভেঙে দেন। এরপর রুডের আধিপত্যে থাবা বসান তিনি। শেষ পর্যন্ত প্রথম সেট টাইব্রেকারে পৌঁছয়। টাইব্রেকারে জকোভিচের সামনে দাঁড়াতেই পারেননি রুড। ৭–১ ব্যবধানে জিতে প্রথম সেট জিতে নেন জকোভিচ।
দ্বিতীয় সেটের শুরু থেকেই দাপট অব্যাহত রাখেন জকোভিচ। দ্বিতীয় গেমে রুডের সার্ভিস ভেঙে ৩–০ ব্যবধানে এগিয়ে যান। এরপর আর জকোভিচের সঙ্গে লড়াইয়ে পেরে ওঠেননি রুড। শেষ পর্যন্ত ৬–৩ ব্যবধানে দ্বিতীয় সেট জিতে নেন জকোভিচ। তৃতীয় সেটে লড়াই দারুণ জমে ওঠে। দুরন্তভাবে ম্যাচে ফিরে এসে জকোভিচকে চ্যালেঞ্জের সামনে ফেলে দেন রুড। জকোভিচও এক ইঞ্চিও জমি ছাড়েননি। শেষ পর্যন্ত ৭–৫ ব্যবধানে তৃতীয় সেট জিতে ইতিহাস গড়েন নোভাক জকোভিচ। টপকে যান রাফায়েল নাদালকে। সব থেকে বেশি বয়সে ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্বও অর্জন করলেন এই সার্বিয়ান টেনিস তারকা। ৩৬ বছর ২০ দিন বয়সে তিনি চ্যাম্পিয়ন হলেন।
২০০৮ সালে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন জকোভিচ। তারপর থেকেই রজার ফেডেরার ও রাফায়েল নাদালের আধিপত্যে থাবা বসাতে শুরু করেন। ২০১৬, ২০২১ সালের পর এবার ফের ফরাসি ওপেন জিতলেন জকোভিচ। সবচেয়ে বেশিবার জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন (২০০৮, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৫, ২০১৬, ২০১৯, ২০২০, ২০২১ ও ২০২৩)। উইম্বলডন জিতেছেন ২০১১, ২০১৪, ২০১৫, ২০১৮, ২০১৯, ২০২১ ও ২০২২ সালে। ২০১১, ২০১৫ ও ২০১৮ সালে জিতেছেন ইউএস ওপেন।
❤ Support Us