Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ৭, ২০২৪

কঠিন লড়াই করে ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডে সিন্ধু, শ্রীকান্ত

আরম্ভ ওয়েব ডেস্ক
কঠিন লড়াই করে ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডে সিন্ধু, শ্রীকান্ত

চোট সারিয়ে চার ম্যাচ পরে মহিলাদের দলগত এশিয়ান ব্যাডমিন্টনে খেলতে নেমেছিলেন পিভি সিন্ধু। নিজেকে দারুণভাবে মেলে ধরতে পারেননি। ফ্রেঞ্চ ওপেন সুপার ৭৫০ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় প্রথম রাউন্ডেও লড়ে জিততে হল ভারতের এই মহিলা ব্যাডমিন্টন তারকাকে। সিন্ধুর পাশাপাশি পুরুষদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন কিদাম্বি শ্রীকান্ত। প্রথম রাউন্ডে তিনি অবশ্য অঘটন ঘটিয়ে জিতেছেন। হারিয়েছেন চাইনিজ তাইপের চৌ তিয়েন চেনকে। সিন্ধু, শ্রীকান্ত জিতলেও প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন এইচএস প্রণয়।
এই মুহূর্তে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ২৪ নম্বরে রয়েছেন কিদাম্বি শ্রীকান্ত। অন্যদিকে, ১৪ নম্বরে রয়েছেন চৌ তিয়েন চেন। র‌্যাঙ্কিংয়ে তাঁর থেকে ১০ ধাপ এগিয়ে থাকা তিয়েন চেনের বিরুদ্ধে শুরু থেকেই দাপট দেখান শ্রীকান্ত। প্রথম গেমে ২১–১৫ ব্যবধানে জেতেন। দ্বিতীয় গেমে ঘুরে দাঁড়ান চৌ তিয়েন চেন। দুর্দান্ত লড়াই করে ২২–‌২০ ব্যবধানে দ্বিতীয় গেমে জিতে সমতা ফেরান। তৃতীয় গেমে অবশ্য তিয়েন চেনকে দাঁড়াতেই দেননি শ্রীকান্ত। ২১–‌৮ ব্যবধানে জিতে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যান ভারতের এই ব্যাডমিন্টন তারকা।
প্রণয় অবশ্য বিশ্বের ১৭ নম্বর তারকা চীনের গুয়াং জু–র বিরুদ্ধে তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। ২১–‌১৭, ২১–‌১৭ ব্যবধানে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নেন। প্রথম গেমে একসময় ফল ছিল ১৬–১৬। সেখান থেকে প্রণয়কে আর কোনও সুযোগ দেননি গুয়াং জু। দ্বিতীয় গেমে ৬–৬ অবস্থায় একের পর এক পয়েন্ট তুলে নিয়ে ১১–৭ ব্যবধানে এগিয়ে যান। নিয়মিত পয়েন্ট তুলে দ্বিতীয় গেমেও বাজিমাত করেন। দ্বিতীয় রাউন্ডে গুয়াং জু–‌র বিরুদ্ধে খেলবেন কিদাম্বি শ্রীকান্ত।
‌‌‌মহিলাদের সিঙ্গলসে পিভি ‌সিন্ধুকে অবশ্য কানাডার মিচেলি লি–র বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। প্রথম গেমে দুরন্ত লড়াই করে ২২–২০ ব্যবধানে হারেন সিন্ধু। দ্বিতীয় গেমেও তুল্যমূল্য লড়াই হয়। শেষ পর্যন্ত ২২–২০ ব্যবধানে জিতে সমতা ফেরান সিন্ধু। তৃতীয় তথা নির্ণায়ক গেমে বাজিমাত করেন দেশের সেরা এই মহিলা ব্যাডমিন্টন তারকা। ২১–১৯ ব্যবধানে জিতে দ্বিতীয় রাউন্ডের ছাড়পত্র পান। ৮০ মিনিটের কঠিন লড়াই করে জিততে হয়েছে সিন্ধুকে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!