- মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ৭, ২০২৩
নাদালকে টপকে ২৩তম গ্র্যান্ড স্লাম জয়ের দিকে এগোলেন জকোভিচ

ফরাসি ওপেন জয়ের দিকে আরও একধাপ এগিয়ে গেলেন নোভাক জকোভিচ। পৌঁছে গেলেন সেমিফাইনালে। যদিও শেষ চারে উঠতে গিয়ে কঠিন লড়াইয়ের সামনে পড়তে হয়েছে এই সার্বিয়ান টেনিস তারকাকে। জকোভিচের পাশাপাশি মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন আরিনা সাবালেঙ্কাও।
বিশ্বের তিন নম্বর তারকা নোভাক জকোভিচ তৃতীয় বাছাই হিসেবেই ফরাসি ওপেনে কোর্টে নেমেছেন। রাফায়েল নাদালকে টপকে ২৩ তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের দিয়ে এগিয়ে গেলেন রাশইয়ার কারেন খাচানভকে হারিয়ে। যদিও ফাইনালে ওঠার জন্য় তাঁকে জকোভিচকে কঠিন চ্যালেঞ্জের সামনে পড়তে হবে। সেমিফাইনালে খেলতে হবে শীর্ষবাছাই কার্লোস আলকারাজ ও পঞ্চম বাছাই স্তেফানোস সিতসিপাসের জয়ীর বিরুদ্ধে।
কোয়ার্টার ফাইনালে রাশিয়ার কারেন খাচানভের বিরুদ্ধে লড়ে জিততে হয় জকোভিচকে। দুজনের লড়াই চলে ৩ ঘণ্টা ৩৮ মিনিট। প্রথম সেটে ৪–৬ ব্যবধানে হেরে যান জকোভিচ। দ্বিতীয় সেট টাইব্রেকারে জেতেন ৭–৬ (৭–০) ব্যবধানে। তৃতীয় সেটে খাচানভকে দাঁড়াতেই দেননি জকোভিচ। ৬–২ ব্যবধানে জিতে নেন। চতুর্থ সেটে একটা সময় স্কোরলাইন ছিল ৪–৪। খাচানভের সার্ভিস ব্রেক করে শেষ পর্যন্ত ৬–৪ ব্যবধানে জিতে সেমিফাইনালে জকোভিচ।
মহিলাদের সিঙ্গলসে বিশ্বের ২ নম্বর তারকা আরিনা সাবালেঙ্কা সেমিফাইনালে পৌঁছে গেছেন। কোয়ার্টার ফাইনালে তিনি হারান এলিনা সিতোলিনাকে। স্ট্রেট সেটে ৬–৪, ৬–৪ ব্যবধানে জেতেন সাবালেঙ্কা। সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ ক্যারোলিনা মুচোভা।
❤ Support Us