- মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ১, ২০২৩
ডুরান্ড ফাইনাল ঘিরে উন্মাদনা তুঙ্গে, টিকিটের হাহাকার, ভোর থেকে সমর্থকদের লাইন
১৯ বছর আগে দিল্লিতে ডুরান্ড কাপের ফাইনালে শেষবার মুখোমুখি হয়েছিল দুই দল। মোহনবাগানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল

বৃহস্পতিবার এফসি গোয়াকে হারিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট ডুরান্ড ফাইনালে ওঠার পর থেকেই ছবিটা বদলে গেছে। রবিবার ফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। আবার কলকাতা ডার্বি। আর ডুরান্ড ডার্বি নিয়ে উত্তেজনা চরমে। দুই প্রধানেই দারুন উন্মাদনা। টিকিটের জন্য হাহাকার।
চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ডুরান্ড কাপের গ্রুপ লিগে দুই দল মুখোমুখি হয়েছিল। মরশুমের প্রথম ডার্বিতে উত্তেজনা ছিল। কিন্তু রবিবারের ম্যাচ চরম উত্তেজক পর্যায়ে পৌঁছে গেছে। কারন এবার আবেগের সঙ্গে ট্রফির লড়াই। ১৯ বছর আগে দিল্লিতে ডুরান্ড কাপের ফাইনালে শেষবার মুখোমুখি হয়েছিল দুই দল। মোহনবাগানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। তারপর মাঝে শুধুই খরা লালহলুদে। দীর্ঘ ১৯ বছর পর আবার ডুরান্ড জয়ের হাতছানি। একই সঙ্গে দীর্ঘদিন ক্লাবে ট্রফির খরা কাটানোর সুযোগ। আর মোহনবাগানের কাছে প্রতিশোধের ম্যাচ।
গ্রুপ পর্বের ডার্বিতে টিকিটের জন্য হাহাকার দেখা গিয়েছিল। এবার চাহিদা আরও বেশি। আর সেটা দুই ক্লাবেই। একের পর এক ডার্বিতে হারতে হারতে কোণঠাসা হয়ে পড়েছিলেন লালহলুদ সমর্থকরা। মরশুমের প্রথম ডার্বি তাঁদের আবার নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করেছে। সঙ্গে ট্রফি জয়ের হাতছানি। আর মোহনবাগান সমর্থকরা প্রতিশোধের আশায় ভিড় জমাবেন। তাই টিকিটের চাহিদা আকাশছোঁয়া হয়ে দাঁড়িয়েছে।
টিকিটের জন্য শুক্রবার সকাল থেকেই ইস্টবেঙ্গল–মোহনবাগান তাঁবুর সামনে লম্বা লাইন। এদিন সকাল ১১টা থেকে টিকিট দেওয়া শুরু হয়। কিন্তু ভোর থেকেই সমর্থকরা লাইন দিতে শুরু করেন। শনিবার অর্থাৎ, ২ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত টিকিট বিক্রি হবে। আর ৩ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ৩টি পর্যন্ত টিকিট বিক্রি হবে। টিকিটের মূল্য ১০০ ও ২০০ টাকা। কোনও অনলাইন টিকিট বিক্রি করা হচ্ছে না।
❤ Support Us