- দে । শ প্রচ্ছদ রচনা
- জুন ১৪, ২০২৩
মণিপুরে অব্যাহত মৃত্যু মিছিল।হিংসার বলি এক মহিলা সহ ৯। আহত ২৫
দশটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা রাজ্যপাল অনুসূয়া উইকির কাছে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বিধান সভার বিশেষ অধিবেশন ডাকার প্রস্তাব দিয়েছেন

মণিপুরে মৃত্যুর মিছিল অব্যাহত। বুধবার রাজ্যের খামেলক গ্রামে গোষ্ঠী হিংসার বলি হলেন এক মহিলা সহ ৯ জন। আহত ২৫ । বেসরকারি মতে, মৃতের সংখ্যা আরো বেশি। জখম হওয়া ব্যাক্তিদের ইম্ফলের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকজনের অবস্থা অত্যন্ত গুরুতর। চিকিৎসা চলেছে।
সেনা সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে একদল দুর্বৃত্ত প্রচুর অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে গ্রামে হামলা চালায়। অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র থেকে ব্যাপক গুলিবর্ষণ চলে। রাতের খাওয়া দাওয়া সেরে অনেকেই সে সময় ঘুমিয়ে পড়েছিলেন। তাই অতর্কিত বন্দুক হানায় হকচকিয়ে যান বহু গ্রামবাসী। নিজেকে বাচাণর প্রস্তুতিটুকুও তাঁরা নিতে পারেননি। তাই একাধিক মানুষের মৃত্যু ঘটে আহতও হন অনেকে। লণ্ডভণ্ড হয়ে যায় সমগ্র গ্রাম।
মাসাধিককালব্যাপী মেইতেই ও কুকি-নাগাদের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মণিপুর। স্বরাষ্ট্রমন্ত্রীর সফরেও রাজ্যে শান্তি ফেরানি। সম্প্রতি, আসামের মুখ্যমন্ত্রী বিবদমান গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাতে মীমাংসার দায়িত্ব নিয়েছেন। তাতেও পরিস্থিতি যে খুব বেশি বদলাচ্ছে না , তাঁর প্রমাণ মিলল বুধবারের হিংসার ঘটনায়।
কেবলমাত্র কেন্দ্রের পক্ষ থেকে নয়, বিরোধীরাও শান্তি ও সুস্থিতি ফেরাতে উদ্যোগী হয়েছে। দশটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা রাজ্যপাল অনুসূয়া উইকির কাছে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বিধান সভার বিশেষ অধিবেশন ডাকার প্রস্তাব দিয়েছেন। এদের মধ্যে রয়েছে, ভারতের জাতীয় কংগ্রেস, কমিউনিষ্ট পার্টি অফ ইণ্ডিয়া(সিপিআই) ,সিপিআই(এম), আরএসপি, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, শিব সেনা(উদ্ধবগোষ্ঠী), তৃণমূল, এন সিপি ও আম আদমি পার্টি।
পাশাপাশি তাঁরা জানিয়েছেন, কেন্দ্রর প্রস্তাবিত শান্তি কমিটির গঠন নিয়েও যেন পুনর্বিবেচনা করা হয়। এক্ষেত্রে বলা দরকার মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে কমিটিতে রাখায় ব্যাপক গণ-অসন্তোষ দেখা দিয়েছে কুকি -নাগাদের মধ্যে। জায়গায় তাঁরা বিক্ষোভ দেখিয়েছেন। সেকারণেই হয়তো এমন প্রস্তাবের কথা উল্লেখ করেছেন। রাজ্যপাল অবশ্য ইতিমধ্যে ঘরছাড়া মানুষরা আশ্রয় শিবিরে কেমন রয়েছেন সে সম্পর্কে মুখ্য সচিব ভিনীত যোশীর কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। তাঁরা কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছেন কিনা তা জানতে চেয়েছেন তিনি। এ ব্যাপারে যথাযথ তথ্য পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন তিনি।
❤ Support Us