Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • মে ২১, ২০২৪

কানে রহমানের তথ্যচিত্রের টিজার, নজর কাড়ল সিকিমের চলচ্চিত্র ‘তারা , দ্য লস্ট স্টার’

আরম্ভ ওয়েব ডেস্ক
কানে রহমানের তথ্যচিত্রের টিজার, নজর কাড়ল সিকিমের চলচ্চিত্র ‘তারা , দ্য লস্ট স্টার’

৭৭ তম কান চলচ্চিত্র উৎসবের ভারত প্যাভিলিয়নে মুক্তি পেল মিউজিক ম্যাস্ট্রো এ আর রহমান প্রযোজিত, তথ্যচিত্র ‘হেডহান্টিং টু বিট বক্সিং’- এর টিজার। ছবিটি পরিচালনা করেছেন রোহিত গুপ্ত। টিজার মুক্তিতে উপস্থিত ছিলেন নির্দেশক, এগজিকিউটিভ প্রোডিউসার আবু মেহতা এবং সহ প্রযোজক থেজা মেরু।

এই তথ্যচিত্রের মাধ্যমে সমগ্র দেশ ,জাতি, উপজাতি , তাদের সকল প্রজন্মের সঙ্গীতকে  তুলে ধরা হবে বিশ্বের দরবারে। অস্কারজয়ী সঙ্গীত পরিচালক রহমান এপ্রসঙ্গে বলেছেন, সঙ্গীতের এক অদ্ভুত ক্ষমতা আছে মানুষের জীবনে। সমাজ পরিবর্তনে, জীবনের প্রাসঙ্গিকতাকে মেলে ধরতে তার তুল্য কিছু নেই।  এই তথ্যচিত্র সেই এই সার্বজনীন ছন্দের একটি উদযাপন যা মানবতাকে তার বিভিন্ন অভিব্যক্তিতে একত্রিত করে। আমরা এর ব্যাপারে খুব আশাবাদী। তাই এমন তথ্যচিত্রকে সকলের সামনে মেলে ধরার ক্ষেত্রে কানের থেকে আদর্শ মঞ্চ আর কী হতে পারে?
প্রয়োজক আবু মেহতা জানালেন, নাগাল্যান্ডের একটি বিখ্যাত উৎসব ‘হর্নবিল’ উৎসব। এ আর রহমান সেখানে ঘুরতে গিয়েছিলেন।  এই আইডিয়াটা তখনই তাঁর মাথায় আসে।  জানতাম আমরা এর সাথে যুক্ত থাকার ডাক পাবো। এই ছবিটি অনেকগুলি শিল্পীমনের সমবায়ে তৈরি।  এই ছবির আসল নায়কেরা হলেন নাগাল্যান্ডের সঙ্গীতজ্ঞরা, যারা  প্রজন্মের পর প্রজন্ম ধরে এই সঙ্গীত বহন করে নিয়ে চলেছে এবং পরবর্তী প্রজন্মকে উদ্বুদ্ধ করেছে।’

‘হেডহান্টিং টু বিট বক্সিং’ ছাড়াও এবারের উৎসবে ভারতীয় চলচ্চিত্র ‘তারা , দ্য লস্ট স্টার’ একটি গুরুত্বপূর্ণ সংযোজন। ছবিটি সিকিমের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যে চিত্রায়িত। ছবিটি প্রথম কান চলচ্চিত্র উৎসবে সিকিমের প্রতিনিধিত্ব করল। গতকাল এটি মুক্তি পেল বিশ্বের শ্রেষ্ঠ চলচ্চিত্র উৎসবে।
ছবিটি প্রযোজনা ও নির্দেশনা করেছেন সামতেন ভুটিয়া, প্রযোজনায় শ্যামাশ্রী শেরপা, সহ প্রযোজক সাবিত্রী ছেত্রি।  সিকিমের ছাঙ্গু লেকের কাছে নাথাং মেমেঞ্চুর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যকে প্রস্ফুটিত করার পাশাপাশি সিকিমের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরবে এই ছবি। আবেগমথিত কণ্ঠে প্রযোজক বললেন, এই প্রথম সিকিম নেপাল যৌথ উদ্যোগে নির্মিত কোনো ছবি এত বড় মঞ্চে প্রদর্শিত হতে চলেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!